Hooghly News: একুশের হিড়িকে বাস থেকে অটো কারোর দেখা নেই, পথে বেরিয়ে ভোগান্তি‌ই সঙ্গী

Last Updated:

একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের যোগ দেওয়ার জন্য নিয়ে নেওয়া হয়েছে বেশিরভাগ বাস। শুক্রবার পথে নেমে ভোগান্তির শিকার যাত্রীরা

+
title=

হুগলি: শুক্রবার একুশে জুলাই উপলক্ষে কলকাতায় তৃণমূলের শহিদ সমাবেশ ছিল। তাতে যোগ দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন, বাসে করে শাসকদলের কর্মী সমর্থকরা কলকাতায় আসেন। একই ছবি দেখা গিয়েছে হুগলিতে। কলকাতা লাগোয়া জেলা হাওয়ায় এখানকার তৃণমূল কর্মী সমর্থকরা নিজের নিজের এলাকায় বাস বুক করে তাতে চড়ে কলকাতায় আসেন। জেলার বেশিরভাগ বাস একুশে জুলাইয়ের সমাবেশে চলে যাওয়ায় সাধারণ যাত্রীদের জন্য এদিন পথে যানবাহনের সংখ্যা ছিল অত্যন্ত কম। ফলে পথে বেরিয়ে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।
শুক্রবার রাস্তায় বাস থেকে শুরু করে অটো প্রায় কোন‌ও গণপরিবহণ’ই না থাকায় মানুষজনকে কেমন দুর্ভোগের মুখে পড়তে হল তার ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। হুগলির আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় তিন দিন আগে থেকে উধাও হয়ে গিয়েছে যাত্রীবাহী বাস। ফলে চরম সঙ্কটে পড়েছেন যাত্রীরা। যা শুক্রবার ব্যাপক আকার ধারণ করে। স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিস যাত্রী প্রায় কেউই এদিন সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেননি। এমনকি বেশিরভাগ এলাকায় অটো’ও এদিন পথে নামেনি। কারণ অটোচালকরা দলবেঁধে একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন। এরফলে অনেকেই জরুরি কাজে সময় পৌঁছনোর জন্য মোটা টাকা খরচ করে প্রাইভেট গাড়ি ভাড়া করেন। যাও দু-একটা বাস পাওয়া গিয়েছে তাতেও ছিল বাদুড়ঝোলা ভিড়। লোকাল ট্রেনেও ঠাঁই নাই অবস্থা।
advertisement
advertisement
এদিন বহু জায়গায় দেখা গিয়েছে হাতে সময় নিয়ে বেরিয়েও স্কুলে পৌঁছতে পারেনি ছাত্র-ছাত্রীরা। ফলে বাধ্য হয়ে অনেকেই বাড়ি ফিরে যায়। ভুক্তভোগীদের প্রশ্ন, শুক্রবার সমাবেশ থাকলেও তিন দিন আগে থেকে কেন গাড়ি তুলে নেওয়া হল? কেন অতিরিক্ত সরকারি বাস চালিয়ে প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল না তা নিয়েও প্রশ্ন উঠছে।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: একুশের হিড়িকে বাস থেকে অটো কারোর দেখা নেই, পথে বেরিয়ে ভোগান্তি‌ই সঙ্গী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement