Alipurduar News: রাত হলেই চলে যাচ্ছে বিদ্যুৎ, ক্ষোভে ফুঁসছে হ্যামিলটনগঞ্জ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
রাত হলেই বিদ্যুৎ চলে যাচ্ছে, ক্ষোভে ফুঁসছে আলিপুরদুয়ারের হ্যামিলটনগঞ্জের মানুষ
আলিপুরদুয়ার: টানা বৃষ্টি হলেও গরম সেভাবে কমছে না। আদ্রতা বেশি থাকায় ঘাম হচ্ছে যথেষ্ট। এরই মধ্যে প্রতিদিন রাতে বিদ্যুৎ চলে যাচ্ছে হ্যামিলটনগঞ্জে। ফলের রাতে ঘুমোতে পারছেন না বাসিন্দারা। এই অস্বস্তি এবার রূপ নিল ক্ষোভের।
গত চারদিন ধরে রাতে বিদ্যুৎ থাকছে না আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জে। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের সুভাষপল্লি এলাকায় রাত নামলেই থাকছে না বিদ্যুৎ। প্রবল গরমে না ঘুমিয়ে রাস্তায় বেড়িয়ে ঘোরাফেরা করতে বাধ্য হচ্ছে মানুষ। টানা এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। তাঁদের অভিযোগ, গত কয়েকদিন ধরে রোজ রাত দশটা থেকে ভোর চারটে পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। এরই প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা পাওয়ার হাউস ঘেরাও করেন।
advertisement
advertisement
বিদ্যুৎ পরিষেবা নিয়ে স্থানীয় বাসিন্দাদের এই ক্ষোভ প্রসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। এদিকে গ্রামবাসীরা জানিয়েছেন তাঁরা রাতে পাওয়ার হাউজ ঘেরাও করলেও কোনও আধিকারিক এসে দেখা করেননি। দীর্ঘক্ষণ সেখানে অপেক্ষা করার পর তাঁরা গ্রামে ফিরে আসেন।
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2023 6:26 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: রাত হলেই চলে যাচ্ছে বিদ্যুৎ, ক্ষোভে ফুঁসছে হ্যামিলটনগঞ্জ