Siliguri News: পাচারের সময় উদ্ধার ৯১ টি মোষ, গ্রেফতার দুই লরি চালক
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
বিহার থেকে অসমে লরি বোঝাই করে গোপনে পাচার হচ্ছিল মোষ। পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ছক। উদ্ধার হয়েছে ৯১ টি মোষ। পুলিশ দুই লরি চালককে গ্রেফতার করেছে
শিলিগুড়ি: দক্ষিণবঙ্গে গরু পাচার ধাক্কা খেতেই উত্তরবঙ্গে রমরমা শুরু হয়েছে মোষ পাচারের। শিলিগুড়িকে করিডোর করে মোষ পাচার চলছে প্রতিবেশী দেশ ও রাজ্যগুলিতে। পুলিশ কড়া নজরদারি চালালেও এই বিষয়টিতে পুরোপুরি লাগাম পড়ানো যাচ্ছে না। ফলে চিন্তায় প্রশাসন। এরই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাচারের আগেই ৯১ টি মোষ উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই লরি চালককে।
লরি বোঝাই করে ওই মোষগুলোকে পাচারের ছক ছিল। কিন্তু তার আগেই শিলিগুড়ি কমিশনারেটের বিধাননগর থানার পুলিশ ফাঁসিদেওয়া থেকে ৯১ টি মোষ উদ্ধার করে। গ্রেফতার করে দুই লরি চালককে। ধৃতদের নাম জাকির হুসেন (৪৮) ওবাবুল আহমেদ (৫৬)। দু’জনেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর তিনটে নাগাদ নাকা চেকিংয়ের সময় পুলিশ দুটি ১৪ চাকার বড় লরি আটক করে। লরির ডালা খুললে দেখা যায় তার ভেতরটা মোষে বোঝাই। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাঁরা গাড়ি চালকের কাছে মোষ নিয়ে যাওয়ার বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু তারা কোনও নথি দেখাতে না পারায় পুলিশ মোষ ভর্তি লরি দুটিকে আটক করে থানায় নিয়ে আসে।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের পূর্ণিয়া জেলা থেকে মোষগুলো লরিতে করে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া ৯১ টি মোষকে ইতিমধ্যেই খোঁয়ারে পাঠানো হয়েছে। এই মোষ পাচার চক্রের মূল মাস্টারমাইন্ড কারা তার সন্ধানে তদন্ত চলছে।
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2023 5:54 PM IST