Controversial Comment: 'বিজেপির জেতা পঞ্চায়েতে উন্নয়ন হবে না'! বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের
- Reported by:SAIKAT SHEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বিজেপির জেতা পঞ্চায়েতে উন্নয়ন হবে না, চোখ রাঙিয়ে মন্তব্য মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক কুমার চক্রবর্তীর
পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটে তৃণমূল বিপুল জয় পেলেও তা নিয়ে বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে এরই মধ্যে কিছু কিছু জায়গায় গ্রাম পঞ্চায়েত স্তরে ভালো ফল করেছেন বিরোধীরা। পূর্ব মেদিনীপুরে বেশ কিছু জায়গায় তৃণমূলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে বিজেপি। এখানে তারা গ্রাম পঞ্চায়েতের বহু আসনে জয়ী হয়েছে। সেই হার বোধহয় হজম করতে পারছে না শাসকদলের একাংশ। আর তাই ‘যেখানে বিরোধীরা জিতেছে সেই সকল গ্রামে উন্নয়ন ব্যাহত হবে’ এমনই মন্তব্য করলেন খোদ তৃণমূল বিধায়ক! স্বাভাবিকভাবেই এই মন্তব্য নিয়েই ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, তবে কি বাংলার শাসক দল তৃণমূল গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্মান করে না? বিরোধীদের একাংশের প্রশ্ন, তাহলে ভোট করার প্রয়োজন কী ছিল? এদিকে মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক কুমার চক্রবর্তী এমন বিতর্কিত মন্তব্য করে নিজের দলকেও ব্যাপক অস্বস্তির মধ্যে ফেলেছেন।
পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এবারের পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত স্তরে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে বিজেপি। বেশ কিছু গ্রাম পঞ্চায়েত তারা ছিনিয়ে নিয়েছে। আর তা নিয়েই এমন বিতর্কিত মন্তব্য করলেন সেখানকার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। তিনি বলেন, “ব্লকের কয়েকটা গ্রাম পঞ্চায়েত জিতে লম্ফঝম্প শুরু করে দিয়েছে বিজেপি। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও রাজ্যে আমরা আছি। ওদেরকে পেছন বেঞ্চে বসে থাকতে হবে।” শুধু তাই নয়, বিজেপির জেতা অঞ্চলগুলোয় আগামী দিনে উন্নয়ন থমকে থাকবে বলেও তিনি মন্তব্য করেন। যদিও বিধায়কের এমন মন্তব্যকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বিজেপির জয়ী প্রার্থীরা।
advertisement
advertisement
এবারের পঞ্চায়েত নির্বাচনে মহিষাদলের ইটামগরা-২ পঞ্চায়েত, রমনিমোহন পঞ্চায়েত ও বেতকুন্ড পঞ্চায়েত এককভাবে দখল করেছে বিজেপি। তারপরই এমন বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের। যদিও পঞ্চায়েতের জয়ী বিজেপি প্রার্থীদের বক্তব্য, জনগণের ভোটে তাঁরা জিতেছেন। কীভাবে এলাকার উন্নয়ন করতে হয় সেটা জানা আছে। বিধায়কের কথায় গুরুত্ব দেওয়ার দরকার নেই বলেও তাঁরা জানান। বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস বলেন, তৃণমূল সর্বভারতীয় দল থেকে আঞ্চলিক দলে পরিণত হয়েছে। দু’দিন পরে দলটাই উঠে যাবে। আমরা দুর্নীতি মুক্ত মুক্ত পঞ্চায়েত গঠন করব। জনগণ বিজেপিকে আর্শীবাদ করেছে। মানুষের উন্নয়ন করবে বিজেপির গ্রাম পঞ্চায়েত।
advertisement
গণতন্ত্রে শাসক ও বিরোধী দল পাশাপাশি অবস্থান করবে, কিন্তু উন্নয়নের কাজ ও সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তার কোনও প্রভাব পড়বে না। এটাই কাম্য ও আদর্শ উদাহরণ। সেখানে বিরোধীরা গাঁটে গোনা কয়েকটা পঞ্চায়েত দখল করতেই কেন তৃণমূল বিধায়ক এমন ফুঁসে উঠলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, তিলক কুমার চক্রবর্তীর এমন মন্তব্যই বুঝিয়ে দিচ্ছে বাংলার শাসক দল ‘সবটা’ দখল করতে চায়। বিরোধীদের কোনও পরিসর ছাড়তে রাজি নয়। এই ধরনের মন্তব্য আদতে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেয় বলেও তাঁরা জানিয়েছেন।
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 21, 2023 5:30 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Controversial Comment: 'বিজেপির জেতা পঞ্চায়েতে উন্নয়ন হবে না'! বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের









