Bankura News: জংলা ছাপের খাকি উর্দি পরা বাহিনী এখনও টহল দিচ্ছে, বেজায় খুশি আমজনতা
- Reported by:NILANJAN BANERJEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পঞ্চায়েত ভোট মিটে গেলেও কেন্দ্রীয় বাহিনী এখনও রাজ্যে থাকায় খুশি আমজনতা। তাঁরা চাইছেন আরও কিছুদিন থেকে যাক বাহিনী
বাঁকুড়া: পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর দশ দিন কেন্দ্রীয় বাহিনী থাকার কথা ছিল রাজ্যে। তেমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু ভোটের সময় এবং ফল প্রকাশের পর একের পর এক রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বাংলা। ফলে এখনও কেন্দ্রীয় বাহিনী আছে রাজ্যে। এই পরিস্থিতিতে আরও একমাস বাহিনীকে বাংলায় চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে আদালত। তবে এখনও বাহিনী রাজ্যে থাকায় খুশি সাধারণ মানুষ। তাঁরা অনেকটা স্বস্তি খুঁজে পাচ্ছেন।
বাঁকুড়ার ইন্দাসে পঞ্চায়েত ভোটের সময় তেমন কোনও অশান্তি হয়নি। তবু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্দাসের আকুই-১ অঞ্চলে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মলয় পাল বলেন, প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাঁর মতে এতে এলাকার দুষ্কৃতীরা ভয় পাবে। ফলে সবমিলিয়ে শান্তি বজায় থাকবে।
advertisement
advertisement
তবে শুধু ইন্দাস নয়, রাজ্যের অন্যান্য প্রান্তেও সাধারণ মানুষ বিশেষ করে বিরোধীদলের সমর্থকরা চাইছেন আরও কিছুদিন কেন্দ্রীয় বাহিনী থেকে যাক। উর্দি পরা অত্যাধুনিক বন্দুকধারী বাহিনীকে দেখে দুষ্কৃতীরা অশান্তি তৈরির সাহস পাবে না বলে মন্তব্য করছেন অনেকেই। পাশাপাশি রাজনৈতিক দলগুলিও কেন্দ্রীয় বাহিনীকে দেখে অনেকটা সমঝে চলে। ফলে প্রাণ বাঁচে সাধারন মানুষের।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 21, 2023 4:54 PM IST









