Hooghly News: বিজেপির বিডিও অফিস ঘেরাওকে কেন্দ্র করে শ্রীরামপুরে ধুন্ধুমার

Last Updated:

তৃণমূলের শহিদ দিবসের দিন‌ই বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা হুগলির শ্রীরামপুরে

হুগলি: তৃণমূলের শহিদ দিবসের দিন বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শ্রীরামপুর। বিডিও অফিসের ১০০ মিটারের ব্যারিকেট টপকে বিজেপির মিছিল এগোতে চাইলে তৈরি হয় বিশৃঙ্খলা। পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে পুলিশ।
প্রতিবছর ২১ জুলাই শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। এবারেও তার অন্যথা হয়নি। রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে হাজার হাজার কর্মী সমর্থকরা এই উপলক্ষে কলকাতায় হাজির হন। পাল্টা এই দিনে রাজ্যের গণতন্ত্র বিপর্যয় এই অভিযোগ তুলে প্রতিটি বিডিও অফিস অভিযানের ডাক দেয় প্রধান বিরোধীদল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে বিডিওদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এই কর্মসূচি ন্যায় তারা। হুগলি জেলাতেও এই কর্মসূচি পালন করছে বিজেপি। এদিন বিজেপি কর্মী সমর্থকরা শ্রীরামপুর বিডিও অফিস ঘেরাও করতে গেলে চরম উত্তেজনা তৈরি হয়।
advertisement
advertisement
শ্রীরামপুর বিডিও অফিসের একশো মিটার আগেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। কিন্তু ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের মধ্যে ঢোকার চেষ্টা করে বিরোধীদলের কর্মী সমর্থকরা। এই নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের মহিলা কর্মীদের গায়ে হাত দিয়েছে পুলিশ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী দ্রুত তৎপর হয়ে ওঠে। দু’জন বিজেপি কর্মীকে আটক করা হয়।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বিজেপির বিডিও অফিস ঘেরাওকে কেন্দ্র করে শ্রীরামপুরে ধুন্ধুমার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement