Nadia News: রেলের সাফাই কর্মীদের পাশে মহিলা সমিতি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
নদিয়ার বিভিন্ন রেল স্টেশনের সাফাই কর্মীদের পাশে দাঁড়ালো শ্রীমা মহিলা সমিতি
নদিয়া: রেল স্টেশনের সাফাই কর্মীদের সুরক্ষার কথা ভেবে এগিয়ে এল নদিয়ার শ্রীমা মহিলা সমিতি। সংস্থাটির পক্ষ থেকে রেলের সাফাই কর্মীদের হাতে সুরক্ষিত থাকার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। উল্লেখ্য এই শ্রীমা মহিলা সমিতিই জেলার চাইল্ড লাইন পরিচালনা করে।
১৯৭২ সাল থেকে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে শিক্ষা, স্বাস্থ্য, মহিলাদের উন্নয়ন নিয়ে কাজ করছে শ্রীমা মহিলা সমিতি। বর্তমানে তাদের কাজের পরিধি জেলার গণ্ডি ছাড়িয়ে গোটা রাজ্যে বিস্তার লাভ করেছে। সম্প্রতি তারা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, রাসায়নিক বর্জিত সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে ফসল উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কাজও শুরু করেছে। তবে জেলার চাইল্ড লাইন ব্যবস্থা পরিচালনা এবং আশা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আজও বিখ্যাত শ্রীমা মহিলা সমিতি।
advertisement
advertisement
সংস্থাটির পক্ষ থেকে শুক্রবার নদিয়ার রানাঘাট, শান্তিপুর সহ বেশ কয়েকটি রেল স্টেশনে জিআরপি, আরপিএফ এবং স্টেশন মাস্টারের সহযোগিতায় সাফাই কর্মীদের হাতে সুরক্ষাবিদের বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়। তাঁদের এই উদ্যোগের ফলে উপকৃত হলেন জেলার বহু সাফাই কর্মী।
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2023 4:02 PM IST