একদিকে প্রবল ঠাণ্ডা জল, অন্যদিকে জেলিফিশ, ডলফিনের আধিক্য, সঙ্গে হাওয়ার দাপট — এমনই প্রতিকূল পরিবেশে একটানা একত্রিশ ঘন্টা ইংলিশ চ্যানেলের বুকে সাঁতার কেটে নজির গড়লের হাওড়ার সাঁতারু রিমো সাহা। প্রথম বাঙালি হিসাবে ইংলিশ চ্যানেল ডাবলস পারাপারের অনন্য নজির গড়লেন রিমো। রিমো ছোটো থেকেই শারীরিকভাবে বিশেষ সক্ষম। পোস্ট পোলিও সমস্যার জেরে তাঁর পায়ে সমস্যা রয়েছে। তবু সে নিজের লক্ষ্যে অটুট।
advertisement
আরও পড়ুন – Crime News: ২০ টাকা নিয়ে বচসা! যুবকের ক্ষতবিক্ষত দেহ মিলল রেললাইনে
রিমো আগেই ইংলিশ চ্যানেল পারাপার করেছেন। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে নর্থ চ্যানেল পারাপার সহ নানা কৃতিত্ব। তবে এবার তার লক্ষ্য ছিল প্রথম বাঙালি হিসাবে ইংলিশ চ্যানেলস ডাবলস ক্রস করা। অর্থাৎ ইংলিশ চ্যানেলে সাঁতার কেটে ইংল্যান্ড থেকে ফ্রান্স গিয়ে ফের ইংল্যান্ডে ফিরে আসা। এই স্বপ্ন নিয়েই দিনকয়েক আগেই ইংল্যান্ড উড়ে গিয়েছিল রিমো। সেখানে সাময়িক অনুশীলন সেরে ভারতীয় সময় মঙ্গলবার সকাল আটটায় ইংল্যান্ডের শেক্সপিয়ার বিচ থেকে ইংলিশ চ্যানেলে নামেন রিমো।
আরও পড়ুন – Crime News: থানা থেকে হাজিরা দিয়ে ফেরার সময় নারায়ণপুরে গুলি করে খুন সাজাপ্রাপ্ত আসামী
একদিকে প্রবল ঠাণ্ডা জল, অন্যদিকে জেলিফিস, ডলফিনের দাপট, এরইমাঝে ঘন্টার পর ঘন্টা সাঁতার কেটে রিমো পৌঁছে যান ফ্রান্সের উইজার্ডে। উইজার্ড ছুঁয়ে রিমো ফের পাড়ি দেন ইংল্যান্ডের উদ্দেশ্যে।
দীর্ঘ একত্রিশ ঘণ্টা সাঁতার কেটে অবশেষে ভারতীয় সময় বুধবার দুপুর তিনটে নাগাদ ইংল্যান্ডের ডোভার ক্লিফে পৌঁছে প্রথম বাঙালি হিসাবে ইংলিশ চ্যানেল ডাবলস পারাপারের অনন্য নজির গড়লেন রিমো। নিজের লক্ষ্য পূরণ করে ইংলিশ চ্যানেলের পারে ত্রিবর্ণ রঞ্জিত ভারতমাতার জাতীয় পতাকা হাতে রিমো সাহা।
Rakesh Maity