সারাদিন ধরে চলে সংগ্রহের কাজ। এমন কাণ্ড দেখে এলাকার অনেকেই হাসাহাসি করেন! আবার একাধারে তার তৈরি জিনিস দেখে প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। সারাদিন সংগ্রহের শেষে, হাতের কাজ রাতের নিস্তব্ধতাই তার কাছে আদর্শ সময়।সুন্দর সুন্দর হাতের কাজ তৈরি করে, বাড়িতেই সাজিয়ে রেখেছেন।
এই সমস্ত জিনিসের দাম কত? জিজ্ঞেস করায় উত্তরে তিনি জানান, কোন কিছু বিক্রি করার জন্য তৈরি করি না। যেটা মন চায় সেটাই চেষ্টা করি। প্রতিদিন কিছু না কিছু বাড়িতে নিয়ে এসে সেটা বস্তাবন্দি করে রেখে দিই! যেদিন মন চায় সেটাকে বের করে কাজ করি। কাজ করার নিদ্রিষ্ট কোনো সময় থাকে না, ভালো লাগলে ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করি। কোনও কোনও কাজ মাসের পর মাস কেটে যায়। আপনি কি হাতের কাজ শেখান না? উত্তর জানানঅনেকেই আসে তবে, এখনকার ছেলেমেয়েদের সেইভাবে কাজের প্রতি আগ্রহ দেখা যায় না! ভালো লাগলে ২-৪ মাস আসে তারপর বন্ধ করে দেয়।
advertisement
কখনো কোনো রেকর্ড এর প্রতি আবেদন করেছেন? মৃদু হেসে জানান, না ! করা হয়নি।বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ডাকে আমার তৈরি জিনিসপত্রের প্রদর্শনীর আয়োজন করে, সেখানে মন চাইলে যাই। কিন্তু যখন আমাকে অনুষ্ঠানে মঞ্চে ডাকে তখন দারুন লজ্জা বোধ হয়।
রাকেশ মাইতি