আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্যান, এই উদ্যানে মোট ১৪০০ প্রজাতির প্রায় ১৭০০০ টি গাছ রয়েছে। উদ্যানটির আয়তন প্রায় ২৭০ একর। এই বোটানিক্যাল গার্ডেনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বা আকর্ষণ হল বিশাল বটো বৃক্ষ, প্রায় ২৫০ বছর প্রাচীন বিশাল বট বৃক্ষ। গাছটির প্রধান মূল কোনটি এখন আর তা বোঝার উপায় নেই।
আরও পড়ুনঃ অসাধারণ! কিভাবে তাক লাগাচ্ছে হাওড়ার চিত্র শিল্পী শুভদীপ! জানুন...
advertisement
বোটানিক্যাল গার্ডেন রয়েছে সাল সেগুন মেহগনি বট অশ্বত্থ শিমুল দারুচিনি লবঙ্গ রাবার নানা প্রজাতির পাম গাছ ও নানা প্রকার ঔষধি গাছ সহ বহু গাছ। উদ্ভিদ উদ্যান মূলত গবেষণা, পর্যবেক্ষণ ও জ্ঞান লাভের ক্ষেত্র। বর্তমানে বোটানিক্যাল গার্ডেন ভারত সরকারের পরিবেশ ও বন ও মন্ত্রকের অধীনে। এই উদ্যানের নাম ছিল রয়েল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন।
আরও পড়ুনঃ দিনের আলো ফুটলেই গ্রামের মানুষ আতঙ্কিত! কার তাণ্ডব হাওড়ার ডোমজুড়ে!
স্বাধীনতা পরবর্তী সময় ১৯৬৩ সালে এই উদ্যানের নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। ২০০৯ সালে ২৫ শে জুন বিশিষ্ট বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে তার নাম অনুসারে এই উদ্যানের নামকরণ করা হয় আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন।
Rakesh Maity