আরাধ্যার মা পাপিয়া অধিকারী জানান, ছোট থেকে যোগ ব্যায়ামের প্রতি দারুন মনোযোগ। প্রতিদিন নিয়ম করে সকালে উঠে ঘন্টা দুই যোগব্যায়াম অভ্যাস। সপ্তাহে চার দিন যোগব্যায়াম প্রশিক্ষণ ক্লাসে যায় সে। যোগ ব্যায়ামে মনোযোগ সেই সঙ্গে মনোযোগে লেখাপড়া এবং নৃত্যতে। চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নে বাংলা থেকে ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
advertisement
আরও পড়ুনঃ নোংরা আবর্জনা আর ফেলনা নয়! SWM প্রজেক্টে তৈরি হচ্ছে জৈব সার ও গ্যাস
এর মধ্যে হাওড়া থেকে চারজন প্রতিযোগী অংশগ্রহণ করে। হাওড়ার০-৮ বছর বালক বিভাগে রাজদীপ সাঁতরা প্রথম স্থান অধিকার করে সোনা জয়,০-৮ বছর বালিকা বিভাগে আরাধ্যা অধিকারী প্রথম স্থান অধিকার করে সোনা জয়, এবং ৯-১০ বছর বালক বিভাগে রুদ্রলব চ্যাটার্জি দ্বিতীয় স্থান অধিকার করে রূপ জয় করে।
আরও পড়ুনঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু! আতঙ্কিত গ্রামের মানুষ
সোনা জয় করে ঘরে ফিরতে রীতিমতো উৎসবে পরিণত হয়েছে আরাধ্যার বাড়িতে। পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন সকলের চোখের মনি হয়ে উঠেছে ছোট্ট আরাধ্যা। মা পাপিয়া অধিকারী ও পরিবার তাঁরা চায় যোগব্যায়ামকে সামনে রেখে ভবিষ্যৎ নিশ্চিত হোক আরাধ্যার।
Rakesh Maity