জানা গিয়েছে, মৃত তিন কিশোরের নাম আমিনুর মোল্লা, জসিম মোল্লা এবং শেখ নাসিরউদ্দিন৷ আহত কিশোরের নাম নূর আলম। প্রত্যেকেই উলুবেড়িয়া লাগোয়া এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার রাতে ওই চার কিশোর উলুবেড়িয়া স্টেশন থেকে কিছুটা দূরে মিডিল লাইনে খেলছিল। সেই সময় হঠাৎ লোকাল ট্রেন চলে আসে সেই লাইনে। সেই সময়ে তিন কিশোর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায়। এক কিশোর ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে লাইনের বাইরে, বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
আরও পড়ুনঃ নেই একডালিয়া, টালা! একাধিক গাইডলাইন পুলিশের, এক নজরে রেড রোড পুজো কার্নিভাল
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উলুবেড়িয়া থানার পুলিশ এবং রেল পুলিশ। আহতকে কিশোরকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।
রাকেশ মাইতি
Location :
First Published :
October 07, 2022 10:49 AM IST