Durga Puja Carnival 2022|| নেই একডালিয়া, টালা! একাধিক গাইডলাইন পুলিশের, এক নজরে রেড রোড পুজো কার্নিভাল

Last Updated:
Durga Puja Red Road Carnival 2022: রেড রোডে পুজো কার্নিভাল ২০২২-এর সূচনা করবে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী 'ডেয়ারডেভিল'। বিকেল সাড়ে চার'টে থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান হওয়ার কথা। 
1/9
*দু'বছর পর ফের রঙিন রেড রোড। রাত পোহালেই এ বছরের দুর্গাপুজো কার্নিভাল। সেই অনুষ্ঠানকে ঘিরে রেড রোডে সাজো সাজো রব। যারা রেড রোড সাজানোর দায়িত্বে তাঁদের নাওয়া-খাওয়ার সময় নেই। রাজবাড়ির আদলে তৈরি হয়েছে মূল মঞ্চ। তার একেবারে পাশেই হয়েছে বিদেশের প্রতিনিধিদের জন্য আলাদা বসার জায়গা। ফাইল ছবি।
*দু'বছর পর ফের রঙিন রেড রোড। রাত পোহালেই এ বছরের দুর্গাপুজো কার্নিভাল। সেই অনুষ্ঠানকে ঘিরে রেড রোডে সাজো সাজো রব। যারা রেড রোড সাজানোর দায়িত্বে তাঁদের নাওয়া-খাওয়ার সময় নেই। রাজবাড়ির আদলে তৈরি হয়েছে মূল মঞ্চ। তার একেবারে পাশেই হয়েছে বিদেশের প্রতিনিধিদের জন্য আলাদা বসার জায়গা। ফাইল ছবি।
advertisement
2/9
*নবান্ন সূত্রে খবর, মোট ৯৯ পুজো কমিটি এই রেড রোডের কার্নিভালে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিল। তবে সুব্রত মুখোপাধ্যায়ের না থাকাটা আজও মানতে না পেরে, কার্নিভাল থেকে সরছে একডালিয়া এভারগ্রিন। ফাইল ছবি।
*নবান্ন সূত্রে খবর, মোট ৯৯ পুজো কমিটি এই রেড রোডের কার্নিভালে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিল। তবে সুব্রত মুখোপাধ্যায়ের না থাকাটা আজও মানতে না পেরে, কার্নিভাল থেকে সরছে একডালিয়া এভারগ্রিন। ফাইল ছবি।
advertisement
3/9
*কার্নিভালে যাবে না উত্তরের টালা বারোয়ারি। একাদশীর রাতে ফেসবুক পোস্টে তাঁরা তাদের সিদ্ধান্ত জানিয়েছে। এ ছাড়াও আরও ৮ কমিটি কার্নিভালে থাকছে না, কারণ তাঁদের দশমীতেই প্রতিমা নিরঞ্জণ দীর্ঘদিনের রীতি। সেই রীতি তাঁরা ভাঙতে একেবারেই রাজি নয়। ফাইল ছবি।
*কার্নিভালে যাবে না উত্তরের টালা বারোয়ারি। একাদশীর রাতে ফেসবুক পোস্টে তাঁরা তাদের সিদ্ধান্ত জানিয়েছে। এ ছাড়াও আরও ৮ কমিটি কার্নিভালে থাকছে না, কারণ তাঁদের দশমীতেই প্রতিমা নিরঞ্জণ দীর্ঘদিনের রীতি। সেই রীতি তাঁরা ভাঙতে একেবারেই রাজি নয়। ফাইল ছবি।
advertisement
4/9
*সর্বশেষ তথ্য অনুযায়ী ৯০ পুজো কমিটি কার্নিভালে অংশ নেবে। উত্তর ও দক্ষিণ কলকাতার পাশাপাশি সেই তালিকায় রয়েছে সল্টলেক এবং হাওড়ার পুজো। তবে যে পুজো নিয়ে চর্চার শেষ নেই, সেই নাকতলা উদয়ন সংঘ এ বারের কার্নিভালে আমন্ত্রিত নয়। ফাইল ছবি।
*সর্বশেষ তথ্য অনুযায়ী ৯০ পুজো কমিটি কার্নিভালে অংশ নেবে। উত্তর ও দক্ষিণ কলকাতার পাশাপাশি সেই তালিকায় রয়েছে সল্টলেক এবং হাওড়ার পুজো। তবে যে পুজো নিয়ে চর্চার শেষ নেই, সেই নাকতলা উদয়ন সংঘ এ বারের কার্নিভালে আমন্ত্রিত নয়। ফাইল ছবি।
advertisement
5/9
*রেড রোডে পুজো কার্নিভাল ২০২২-এর সূচনা করবে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী 'ডেয়ারডেভিল'। তারপরে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অ্যাকাডেমির অনুষ্ঠান।  কিন্তু তিনি আপাতত অসুস্থ, হাস্পাতাল থেকে সদ্য বাড়ি ফিরেছে। ফলে সেই অনুষ্ঠান হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিকেল সাড়ে চার'টে থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান হওয়ার কথা। ফাইল ছবি।
*রেড রোডে পুজো কার্নিভাল ২০২২-এর সূচনা করবে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী 'ডেয়ারডেভিল'। তারপরে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অ্যাকাডেমির অনুষ্ঠান।  কিন্তু তিনি আপাতত অসুস্থ, হাস্পাতাল থেকে সদ্য বাড়ি ফিরেছে। ফলে সেই অনুষ্ঠান হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিকেল সাড়ে চার'টে থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান হওয়ার কথা। ফাইল ছবি।
advertisement
6/9
*রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরা। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন দেশের কলকাতায় থাকা দূতাবাসের প্রতিনিধিরা। ফাইল ছবি।
*রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরা। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন দেশের কলকাতায় থাকা দূতাবাসের প্রতিনিধিরা। ফাইল ছবি।
advertisement
7/9
*আমন্ত্রিত বহু শিল্পপতি এবং চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা। গত দুবছর করোনার জন্য রেড রোডে কার্নিভাল হয়নি। তার আগে কার্নিভাল হয়েছে বটে, কিন্তু এত বড় মাপের কার্নিভাল-এর আগে হয়নি বলেই দাবি প্রশাসনের। ফাইল ছবি।
*আমন্ত্রিত বহু শিল্পপতি এবং চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা। গত দুবছর করোনার জন্য রেড রোডে কার্নিভাল হয়নি। তার আগে কার্নিভাল হয়েছে বটে, কিন্তু এত বড় মাপের কার্নিভাল-এর আগে হয়নি বলেই দাবি প্রশাসনের। ফাইল ছবি।
advertisement
8/9
*কার্নিভালে প্রতিটি পুজো কমিটি ২-৩ মিনিট সময় পাবেন, তার মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে হবে মূল মঞ্চের সামনে। নিরঞ্জন পদযাত্রায় সর্বোচ্চ ৫০ জন সদস্য অংশ নিতে পারবেন ক্লাবের পক্ষ থেকে। সর্বাধিক ৩টি ট্যাবলো বরাদ্দ। গাড়ি-সহ ট্যাবলোর উচ্চতা কোনওভাবেই ১৬ ফুটের বেশি হবে না। ফাইল ছবি।
*কার্নিভালে প্রতিটি পুজো কমিটি ২-৩ মিনিট সময় পাবেন, তার মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে হবে মূল মঞ্চের সামনে। নিরঞ্জন পদযাত্রায় সর্বোচ্চ ৫০ জন সদস্য অংশ নিতে পারবেন ক্লাবের পক্ষ থেকে। সর্বাধিক ৩টি ট্যাবলো বরাদ্দ। গাড়ি-সহ ট্যাবলোর উচ্চতা কোনওভাবেই ১৬ ফুটের বেশি হবে না। ফাইল ছবি।
advertisement
9/9
*উল্লেখ্য, শনিবার রেড রোডে কার্নিভালের আগে আজ শুক্রবার বিভিন্ন জেলায় কার্নিভাল অনুষ্ঠান। তবে রেড রোডের এই কার্নিভালে যে সব পুজো কমিটি গুলি যোগ দেবেন, তাদের সকাল ১১'টার মধ্যে রিপোর্টিং করতে হবে রেড রোডে নির্দিষ্ট জায়গায়। এই কার্নিভালকে কেন্দ্র করে শনিবার বেশ কিছু এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে, কোথাও কোথাও ঘোরানো হতে পারে গাড়ির অভিমুখ। ফাইল ছবি।
*উল্লেখ্য, শনিবার রেড রোডে কার্নিভালের আগে আজ শুক্রবার বিভিন্ন জেলায় কার্নিভাল অনুষ্ঠান। তবে রেড রোডের এই কার্নিভালে যে সব পুজো কমিটি গুলি যোগ দেবেন, তাদের সকাল ১১'টার মধ্যে রিপোর্টিং করতে হবে রেড রোডে নির্দিষ্ট জায়গায়। এই কার্নিভালকে কেন্দ্র করে শনিবার বেশ কিছু এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে, কোথাও কোথাও ঘোরানো হতে পারে গাড়ির অভিমুখ। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement