এর মাঝে তারা জানতে পারেন যে অমরনাথ যাওয়ার পথে একটা বড় বিপত্তি ঘটেছে। তাতে আরও উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারের লোকজন। তারা জানায় গতকাল থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়, প্রায় ২৪ ঘন্টা অতিক্রান্ত এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। বারবার ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে। যত সময় পার হচ্ছে দুশ্চিন্তাও বাড়ছে পরিবারের।
advertisement
আরও পড়ুনঃ দীর্ঘ যন্ত্রণার অবসান! দূষণমুক্ত হবে গ্রাম
সিং পরিবারের তিন মহিলা মা শিলা সিং (৬৮) বড় মেয়ে ঝুমা সিং (৪৩) ও ছোট মেয়ে প্রীতি মান্না (৪০)। পরিবারের তরফে একাধিক বেস ক্যাম্পে ফোনের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, পরিবার জানায় কোনভাবেই সন্ধান মেলেনি তাদের। এই ঘটনায় হাওড়া ময়দান কিংস রোড ও বি কলেজে এলাকায় পরিবার লোকজন আত্মীয়-স্বজনরা যথেষ্ট উদ্বিগ্ন।
advertisement
RAKESH MAITY
Location :
First Published :
Jul 09, 2022 10:43 PM IST






