বিজয় দশমীতে প্রতি বছরের রীতি মেনে প্রতিমা তৈরীর জন্য পরিবারের সদস্যরা মাটি তোলেন পরিবারের সদস্য সুভাষ বসু জানান, একসময় মা কালী স্বপ্নাদেশ দিয়েছিলেন সেই থেকেই বিজয় দশমীতে রীতি মেনে মূর্তি তৈরীর মাটি তোলা হয়। পূর্বপুরুষদের হাতে তৈরি নিয়ম বা বসু পরিবারের পুজোর নিয়ম লিখতে বই রয়েছে সেই বই অনুসরণ করেই পুঙ্খানুপুঙ্খভাবে মা কালীর আরাধনা হয় প্রতি বছর। বসু পরিবারের মা কালীর প্রধান প্রসাদ হল নারকেলের নাড়ু।
advertisement
আরও পড়ুনঃ অবলীলায় ৫০টি কবিতা আবৃত্তি! তাক লাগাচ্ছে ছ'বছরের তন্দ্রিতা
একসময় একশ আটটি মহিষ বলি হত, তবে বর্তমানে বলি প্রথা মেনে বলি হলেও সেভাবে আর হয় না। আঠারটি পরিবারেই প্রতিবছর তৈরি হয় মায়ের প্রসাদ অর্থাৎ নারকেল নাড়ু। বসু বাড়ির এই পুজোতে পুরোপুরি ভাবে নিষিদ্ধ মাইক বাজানো, জানায় পরিবারের সদস্যরা। পরিবারের কুলো দেবতা রাজ রাজেশ্বরী জিউ। পুজোর দিন সকালে, কুলো দেবতা পুজো হবার পর তাকে, বাজি বাদ্যযন্ত্র সহকারে কালী মন্দিরে নিয়ে আসা হয়। তারপর শুরু হয় কালী মায়ের আরাধনা।
Rakesh Maity