TRENDING:

Howrah News: আজও প্রায় ২৫০ বছরের ঐতিহ্য মেনে কালীপূজো পাঁচলার বসু বাড়িতে

Last Updated:

প্রায় ২৬৫ বছরের রীতি নীতি মেনে ঐতিহ্যবাহী কালী পুজো পাঁচলা বসু বাড়িতে। যে রীতিনীতি মেনে কালী মায়ের আরাধনা শুরু হয়েছিল বসু বাড়িতে, সেই রীতি আজও অক্ষত বসু বাড়ির পুজোয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : প্রায় ২৬৫ বছরের রীতি নীতি মেনে ঐতিহ্যবাহী কালী পুজো পাঁচলা বসু বাড়িতে। যে রীতিনীতি মেনে কালী মায়ের আরাধনা শুরু হয়েছিল বসু বাড়িতে, সেই রীতি আজও অক্ষত বসু বাড়ির পুজোয়। বর্তমানে সদস্য সংখ্যা বেড়ে প্রায় ১৮টি পরিবার, বেশি ভাগ পরিবারের সদস্যই কর্মসূত্রে অন্যত্র রয়েছে। তবে পারিবারিক এই পুজোতে সকলেই এসে হাজির হন পাঁচলার গ্রামের বাড়িতে। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবে বসু পরিবার মেতে উঠলেও তাদের পারিবারিক উৎসব কালী পুজোতে বেশি গুরুত্ব।
advertisement

বিজয় দশমীতে প্রতি বছরের রীতি মেনে প্রতিমা তৈরীর জন্য পরিবারের সদস্যরা মাটি তোলেন পরিবারের সদস্য সুভাষ বসু জানান, একসময় মা কালী স্বপ্নাদেশ দিয়েছিলেন সেই থেকেই বিজয় দশমীতে রীতি মেনে মূর্তি তৈরীর মাটি তোলা হয়। পূর্বপুরুষদের হাতে তৈরি নিয়ম বা বসু পরিবারের পুজোর নিয়ম লিখতে বই রয়েছে সেই বই অনুসরণ করেই পুঙ্খানুপুঙ্খভাবে মা কালীর আরাধনা হয় প্রতি বছর। বসু পরিবারের মা কালীর প্রধান প্রসাদ হল নারকেলের নাড়ু।

advertisement

আরও পড়ুনঃ অবলীলায় ৫০টি কবিতা আবৃত্তি! তাক লাগাচ্ছে ছ'বছরের তন্দ্রিতা

 

View More

 

একসময় একশ আটটি মহিষ বলি হত, তবে বর্তমানে বলি প্রথা মেনে বলি হলেও সেভাবে আর হয় না। আঠারটি পরিবারেই প্রতিবছর তৈরি হয় মায়ের প্রসাদ অর্থাৎ নারকেল নাড়ু। বসু বাড়ির এই পুজোতে পুরোপুরি ভাবে নিষিদ্ধ মাইক বাজানো, জানায় পরিবারের সদস্যরা। পরিবারের কুলো দেবতা রাজ রাজেশ্বরী জিউ। পুজোর দিন সকালে, কুলো দেবতা পুজো হবার পর তাকে, বাজি বাদ্যযন্ত্র সহকারে কালী মন্দিরে নিয়ে আসা হয়। তারপর শুরু হয় কালী মায়ের আরাধনা।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: আজও প্রায় ২৫০ বছরের ঐতিহ্য মেনে কালীপূজো পাঁচলার বসু বাড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল