স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই পাশের বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। তড়িঘড়ি এলাকার বাসিন্দারা সন্তুর বাড়িতে দেখে ঘুমের মধ্যেই একটি বিষধর সাপ তাকে কামড়ানোর ফলে সে ছটফট করছে। পরিবারের এবং স্থানীয় মানুষজন যুবককে তড়িঘড়ি বাড়ি থেকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন– ‘দুধ-চা খেয়েছি, বিস্কুট খাইনি…’ রাজভবন থেকে বেরিয়েই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
advertisement
এই বিষয়ে পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো আজও সন্তু বাড়ির মধ্যে ঘুমোচ্ছিল। সেই সময় বাড়িতে একটি বিষধর সাপ তাকে কামড়ায়। সন্তু যন্ত্রণায় চিৎকার করতে লাগে। সঙ্গে সঙ্গে চিকিৎসা করার জন্য গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও কিছুক্ষণ চিকিৎসা হওয়ার পর তার মৃত্যু হয়। গোটা ঘটনা নিয়ে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাস্থলে রয়েছে পুরশুড়া থানার পুলিশ। সন্তুর মৃতদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতন্তের জন্য পাঠানো হয়। যদিও ওই বিষধর সাপটিকে আটক করে বন দফতরে খবর দেয় পুলিশ।
Suvojit Ghosh






