Mamata Banerjee: ‘দুধ-চা খেয়েছি, বিস্কুট খাইনি...’ রাজভবন থেকে বেরিয়েই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

রাজভবনে এদিন মুখ্যমন্ত্রী- রাজ্যপাল বৈঠক হয়। প্রায় এক ঘণ্টার বৈঠক হয় মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের।

‘দুধ-চা খেয়েছি, বিস্কুট খাইনি...’ রাজভবন থেকে বেরিয়েই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘দুধ-চা খেয়েছি, বিস্কুট খাইনি...’ রাজভবন থেকে বেরিয়েই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা: বিধানসভার অধিবেশন শুরু হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। যা নিয়ে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, দুই পক্ষের সংঘাত কিছুটা নরম করতেই এই বৈঠক। মূলত পঞ্চায়েত ভোট থেকে বিধানসভার অধিবেশন সম্প্রতি রাজ্যপালের সঙ্গে নবান্নের সংঘাত চরমে উঠেছিল। এই আবহেই মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আর সেই সাক্ষাৎ সেরে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘দুধ- চা খেয়েছি, বিস্কুট খাইনি।’’ কী নিয়ে আলোচনা হয়েছে সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুটি বিল নিয়ে কথা হয়েছে। ফিন্যান্সের দুটি বিল আসতে পারে সেই কথা রাজ্যপালকে জানিয়েছি।”
রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ থেকে শুরু করে পঞ্চায়েত ভোট একের পর এক ইস্যুকে সামনে রেখে রাজ্য পালের সঙ্গে সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে নবান্নের। বিধানসভার অধিবেশন শুরু করতে দিচ্ছে না রাজ্যপাল বলেও অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত রাজ্যপালের সম্মতিতেই সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। এদিন বিধানসভার অধিবেশন নিয়েই রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে বলেই বৈঠক শেষে বেরিয়ে বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিধানসভায় বিল প্রায় হাতে নেই। তবু বছরে কিছুদিন বিধানসভা করতেই হয়। রাজ্যপাল কে বলে গেলাম দুটি বিল হতে পারে। পাস করানোর জন্য রাজ্যপালকে বলে গেলাম।’’ যদিও বিল গুলো কী, সেই বিষয়ে স্পষ্ট না বললেও মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যতক্ষণ রাজ্যপাল পাস না করছেন আমরা বলি না। বিধানসভার কিছু সিক্রেসি আছে।’’
advertisement
advertisement
যদিও উপাচার্য নিয়োগ নিয়ে কোনও আলোচনা হয়েছে কী না, সেই বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ‘‘এই প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি। আচার্য্য বিল রাজ্যপালের বিবেচনাধিন সম্পর্কেও মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আচার্য্য বিল পড়ে রয়েছে। সে তখন যা হওয়ার হবে।’’ সম্প্রতি একের পর এক ইস্যুকে সামনে রেখে রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই এদিনের রাজ্যপাল- মুখ্যমন্ত্রী বৈঠক বিধানসভা অধিবেশন চলাকালীন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘দুধ-চা খেয়েছি, বিস্কুট খাইনি...’ রাজভবন থেকে বেরিয়েই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement