প্রতিবছর ২২ সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব গোলাপ দিবস। সারা বিশ্ব জুড়ে ক্যান্সার রোগীদের জন্য উৎসর্গ করা হয় দিনটি । এই দিন টির লক্ষ্য এই ধরনের রোগীদের জীবনে সুখ এবং আশা নিয়ে আসা এবং তাদের মনে করিয়ে দেয় যে তারা দৃঢ় সংকল্প এবং ইতিবাচকতার মাধ্যমে ক্যান্সারের বিরুদ্ধে তাদের যুদ্ধে বিজয়ী হতে পারে। কেন ২২ সেপ্টেম্বর রোজ ডে পালন করা হয় তার ইতিহাস জানতে গেলে আমাদেরকে যেতে হবে একটু অতীতে।
advertisement
আরও পড়ুন : নম্বরে প্রচুর অসঙ্গতি! এসএসসির টেট কাণ্ডে এবার নয়া মোড়
আরও পড়ুন, ৬ বছর পরেও জানা যায়নি TET-এর ফল! মানিককে ২ লক্ষ টাকার জরিমানার নির্দেশ বহাল
ঘটনার সূত্রপাত ১৯৯৪ সালে কানাডায়। যেখানে ১২ বছর বয়সি ক্যান্সার আক্রান্ত মেলিন্ডা রোজের ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াইকে সম্মান জানিয়ে প্রথম পালিত করা হয়েছিল বিশ্ব গোলাপ দিবস। মাত্র ১২ বছর বয়সী কানাডার নিবাসী ম্যারিন্ডা রোজ এর ব্লাড ক্যান্সারের একটি বিরল রূপ ধরা পড়ে। চিকিৎসকরা বলেছিলেন এক সপ্তাহের বেশি বাঁচবেন না মেলেন্ডা। তবে সবাইকে চমকে দিয়ে তিন বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে বেঁচে ছিলেন ছোট্ট ম্যারেন্ডার রোজ। তার সেই ক্যান্সারের প্রতি লড়াইকে সম্মান জানিয়ে প্রতিবছর সারা বিশ্বে ক্যান্সার আক্রান্ত রোগীদের এই বিশেষ দিনে গোলাপ ফুল সঙ্গে শুভেচ্ছা বার্তার কার্ড দিয়ে তাদেরকে মনে করিয়ে দেওয়া হয় তারাও পারবেন ক্যান্সারের সঙ্গে যুদ্ধে জয়ী হতে।
৭ ফেব্রুয়ারি যখন একদিকে বাজারে গোলাপের দাম তুঙ্গে। যখন সকল প্রেমিক-প্রেমিকা নিজেদের প্রিয়জনদের এক তোড়া ভালবাসার গোলাপ উপহার দেবে তখন এই প্রতিবেদন তাঁদের সকলের ভালবাসাকে আরও মজবুত করবে যাঁরা বা যাঁদের পরিবার লড়াই করছেন মারণ বোগ ক্যান্সারের সঙ্গে।
রাহী হালদার