ইউনেস্কো থেকে স্বীকৃতি পাওয়ার পর দুর্গাপুজো এখন বিশ্বজনীন। তাই বিশ্বের আইকনিক মহিলা রানি এলিজাবেথের মুকুটের আদলে, বিশ্বের নারী শক্তির প্রতীক দেবী দুর্গার মুকুট তৈরি করার অনুপ্রেরণা পেয়েছেন হুগলির বাদিনান গ্রামের ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা মল্লিক। ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনকালের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 'জুবিলি উইকএন্ড'-এ আমন্ত্রিত ছিলেন হুগলির দাদপুর বাদিনান গ্রামের প্রিয়াঙ্কা মল্লিক। এ বার ইংল্যান্ডের রানির মুকুটের আদলেই তৈরি হচ্ছে দেবী দুর্গার মুকুট। উত্তর কলকাতার গৌরীবাড়ি সর্বজনীন দুর্গাপূজার দেবী দুর্গার মাথায় স্থান পাবে সেই মুকুট।
advertisement
আরও পড়ুনঃ 'ও তো আমার ছোট ভাই', 'দাদা'কে পাশে নিয়ে আবেগে ভাসলেন দিদি
সিঙ্গুর গোলাপ মোহিনী স্কুলের প্রাক্তনী প্রিয়াঙ্কা মল্লিক ইতালীর মিলান থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনা করেছেন। ই-কমার্সের মাধ্যমে তাঁর ফ্যাশনিস্তা পোশাক পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে। রানি এলিজাবেথের জন্মদিনে মাথার টুপির প্রজাপতির ডিজাইনও প্রিয়াঙ্কার সৃষ্টি। বঙ্গতনয়া ফ্যাশন ডিজাইনার রাষ্ট্রপুঞ্জের একজন সদস্য এবং উপদেষ্টা হিসাবেও কাজ করেন।
রাহী হালদার