'ও তো আমার ছোট ভাই', 'দাদা'কে পাশে নিয়ে আবেগে ভাসলেন দিদি

Last Updated:

Sourav Ganguly: দুর্গাপুজো নিয়ে সৌরভ এদিন যা বললেন, সবাই মুগ্ধ হয়ে শুনলেন।

#কলকাতা: কলকাতায় কার্যত পুজো শুরু। দুর্গাপুজোর এক মাস আগে থেকেই পুজোর মেজাজে কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন, আজ থেকেই আমাদের পুজোর শুরু।
ইউনেস্কোর তরফে বিশেষ স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। তাই ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও হাজির ছিলেন।
বিসিসিআই প্রেসিডেন্ট এদিন ইউনেস্কোর প্রতিনিধিদের ধন্যবাদ জানান। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এমন বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য ধন্যবাদ জানান।
advertisement
আরও পড়ুন- Pre- Puja Procession || মমতার গানে পা মেলালেন শুভশ্রী-সায়ন্তিকা, রেড রোড আজ ঝলমলে-রঙিন
এদিন বিসিসিআই-এর তরফে ইউনেস্কোর প্রতিনিধিদের উত্তরীয় পরান সৌরভ। তার পর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় উত্তরীয় পরান মমতা বন্দ্যোপাধ্য়ায়কে।
advertisement
এদিন বিসিসিআই-এর তরফে সোনালি রঙের দুর্গামূর্তি দেওয়া হয় ইউনেস্কো-র প্রতিনিধিদের। সৌরভ এদিন বলেন, “দুর্গাপুজো আমাদের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা বলে বোঝানো যাবে না। খেলার সুবাদে আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি। নিজের অভিজ্ঞতা থেকে বলব, সবার দুর্গাপুজো দেখা উচিত।”
সৌরভ আরও বলেন, দুর্গাপুজোর এই দিনগুলোতে কলকাতার চেহারা একেবারে বদলে যায়। ধনী-গরিব, সবার মনে আনন্দে ভরে ওঠে। এই পাঁচ-সাতটা দিন আমাদের কাছে খুবই আনন্দের।” এদিন সৌরভ ছাড়াও ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান ক্লাবের প্রতিনিধিরা অনুষ্ঠানে হাজির ছিলেন।
advertisement
আরও পড়ুন- Durga Puja UNESCO || Mamata Banerjee: রেড রোডে মঞ্চ থেকে ইউনেস্কোকে ধন্যবাদ মমতার! মুখ্যমন্ত্রী অভিনন্দন জানালেন
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সৌরভকে পাশে নিয়ে বলেন, ও ব্যস্ত থাকে। এত কাজ সামলে আমাদের আমন্ত্রণে আজ এল। ও এত ভাল করে কথা বলেছে। সৌরভ তো আমার ছোট ভাইয়ের মতোই। তবুও আজ এই অনুষ্ঠানে আসার জন্য ওকে ধন্যবাদ জানাই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ও তো আমার ছোট ভাই', 'দাদা'কে পাশে নিয়ে আবেগে ভাসলেন দিদি
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement