Pre- Puja Procession || মমতার গানে পা মেলালেন শুভশ্রী-সায়ন্তিকা, রেড রোড আজ ঝলমলে-রঙিন

Last Updated:

শুভশ্রী-সায়ন্তিকা ছাড়া নৃত্য পরিবেশন করেছেন মিমি চক্রবর্তীও৷

#কলকাতা: কলকাতা আজ বাস্তবিকই তিলোত্তমা৷ শহর জুড়ে যেন উৎসবের মরসুম৷ বর্ষার মেঘকে বিদায় জানিয়েছে শরৎ৷ আকাশ জুড়ে শুনিনু ওই বাজে... আজ বাজছে ধামসা-মাদল৷ মেয়র-মন্ত্রী-বিধায়কদের নাচে-গানে উৎসবমুখর শোভাযাত্রা৷ পুজোর এক মাস আগেই পুজো!
নৃত্য পরিবেশন করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তৃণমূলনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন, অদিতি মুনসী এবং মুখ্যমন্ত্রী স্বয়ং৷ লাল সাদা শাড়িতে মঞ্চ মাতালেন দুই টলিতারকা৷ বর্ণাঢ্য এই অনুষ্ঠান ছিল বাস্তবিকই তারকাখচিত৷ উপস্থিত ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী, সাংসদ মিমি চক্রবর্তী, বিধায়ক লাভলি মৈত্র, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা, সোনামণি, সুভদ্রা চক্রবর্তীরা৷ অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন জুন মালিয়া৷ শুভশ্রী-সায়ন্তিকা ছাড়া নৃত্য পরিবেশন করেছেন মিমি চক্রবর্তীও৷
advertisement
আরও পড়ুন: ৩০০ টাকার ভেজ থালিতে দুপুরের খাবার সারলেন অনুব্রত! মেনুতে কী কী ছিল!
দুর্গাপুজোর শোভাযাত্রায় পা দিয়েই এদিন জোড়াসাঁকো থেকে 'পুজোর' শুরুয়াত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর মিছিলে অন্য রূপে দেখা দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। এদিন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে নিয়ে ধুনুচি নাচে যোগ দিলেন তিনি। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে তখন একে একে এসে হাজির হচ্ছেন নেতা-মন্ত্রী-সাংসদরা। সেখানেই চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণা চক্রবর্তী-সহ অনেকেই৷ আর সেখানেই দুই রাজনৈতিক সহকর্মীকে দেখা গেল অন্য মুডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দুর্গাপুজো শোভাযাত্রা আয়োজন করা হয়েছে ইউনেস্কোকে তাদের 'হেরিটেজ' পুজো স্বীকৃতির জন্য ধন্যবাদ জানাতে  জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে বর্ণাঢ্য পদযাত্রা পৌঁছে যাবে রেড রোডে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Pre- Puja Procession || মমতার গানে পা মেলালেন শুভশ্রী-সায়ন্তিকা, রেড রোড আজ ঝলমলে-রঙিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement