৩০০ টাকার ভেজ থালিতে দুপুরের খাবার সারলেন অনুব্রত! মেনুতে কী কী ছিল!

Last Updated:

Anubrata Mondal: আলু পোস্ত দারুন পছন্দ অনুব্রতর। তবে এদিন তা খেলেন না।

#আসানসোল: জোড়া ডিম সেদ্ধ, ২টি রাধাবল্লভী দিয়ে প্রাতঃরাশ সেড়েছিলেন। সঙ্গে ছিল বড় মাটির ভাঁড়ে দুধ চা। দুপুরে খেলেন নিরামিষ থালি। আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে বিধাননগর এমপি এমএলএ বিশেষ আদালতে যাতায়াতের মাঝে এটাই ছিল অনুব্রত মণ্ডলের এদিনের খাওয়া-দাওয়া।
গরু পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। তিনি এখন আসানসোলের বিশেষ সংশোধনাগারে থাকছেন। বৃহস্পতিবার অন্য একটি মামলায় হাজিরার কারণে সংশোধনাগারের বাইরের খাবার খেলেন তিনি।
আরও পড়ুন- Hooghly news: লটারিতে কোটি টাকা জিতে মহৎ কাজে ব্যায় করলেন বিজেতা
২০১০ সালের মঙ্গলকোটে একটি রাজনৈতিক হিংসার মামলায় বিধান নগর এমপি এমএলএ বিশেষ আদালতের বিচারক তাঁকে স্বশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুযায়ী, আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল বিধান নগরের বিশেষ আদালতে।
advertisement
advertisement
সকাল সাড়ে ছটাতে বের হওয়ার জন্য তাঁকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। এত সকালে তিনি সংশোধনাগারের কোনও খাবার খাননি। তাই শক্তিগড়ে ল্যাংচা হাবে তাঁর ব্রেকফাস্ট হতে পারে বলে মনে করা হয়েছিল। কিন্তু শক্তিগড় পার করে আঝাপুরে একবার দাঁড়ালেও তাঁকে বিশেষ কিছু খেতে দেখা যায়নি।
যাওয়ার পথে সিঙ্গুরের রতনপুর মোড়ে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির ভেতর সেড়েছিলেন প্রাতঃরাশ। ফেরার পথে সিঙ্গুরে সারলেন মধ্যাহ্ন আহার। ৩০০ টাকার নিরামিষ থালি মধ্যাহ্ন আহারের জন্য বেছে নেন অনুব্রত।
advertisement
খাবারে ছিল ভাত, ডাল, রুটি, পনির, সবজি, চাটনি, পাঁপড়। আলু পোস্ত অনুব্রতর অন্যতম প্রিয় পদ। তবে শারীরিক সমস্যার কারণে তিনি এদিন সেই প্রিয় আলু পোস্ত এড়িয়ে গিয়েছেন।
প্রায় এক ঘন্টা ধরে সিঙ্গুরে জাতীয় সড়কের পাশে একটি এসি ধাবায় সেই খাবার খাওয়ার পর ফের পুলিশের বিশেষ কনভয় অনুব্রত মণ্ডলকে নিয়ে আসানসোল বিশেষ সংশোধনাগরের উদ্দেশ্যে রওনা দেয়।
advertisement
আরও পড়ুন- নাকা চেকিংয়ে বাইক থামাল পুলিশ! যুবকের ব্যাগ থেকে যা মিলল, আকাশ থেকে পড়লেন সকলে
খাওয়া দাওয়ার পর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় সাংবাদিকদের অনুব্রত বলেন, সব বলব। পরে বলব। এখনই কিছু বলছি না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৩০০ টাকার ভেজ থালিতে দুপুরের খাবার সারলেন অনুব্রত! মেনুতে কী কী ছিল!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement