পঞ্চায়েত ভোটে দলের প্রার্থী নিয়ে আরামবাগ মহকুমা জুড়ে শাসকদলের মধ্য়ে শুরু হয়েছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তীব্র ক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অনেকদিন ধরেই খানাকুল জুড়ে পদ্মফুলে যোগদান করার জন্য প্রস্তুত ছিল। এবার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বেশ কিছু জন যোগদান করে।
তবে দল ছাড়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানিয়েছেন তাঁরা দীর্ঘদিন ধরে দলকে ভালবাসতেন এবং কাজ করতেন। পঞ্চায়েত ভোটে যে সব প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে তাঁরা শুধুমাত্র টাকার বিনিময়ে ব্লক সভাপতি এবং জেলা সভাপতি প্রার্থী করেছেন। প্রথম থেকে যারা তৃণমূল কংগ্রেস করে এল তাদেরকে টিকিট না দেওয়ার কারণে এবং সাধারণ মানুষের কাজ থেকে বঞ্চিত করার জন্যই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্মীরা।
advertisement
আরও পড়ুন: ২০০০! ভোটের আবহেই তৃণমূলের বিরাট সিদ্ধান্ত, ভয় পাচ্ছেন নেতারাও
অন্যদিকে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জানান, তৃণমূল কংগ্রেস দলটা পুরোটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে। দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে। তাই কর্মীরা কাজ না করতে পেরে দিকে দিকে বিজেপিতে যোগদান করছেন।
Suvojit Ghosh