Abhishek Banerjee: ২০০০! ভোটের আবহেই তৃণমূলের বিরাট সিদ্ধান্ত, ভয় পাচ্ছেন নেতারাও

Last Updated:

Abhishek Banerjee: দলীয় শৃঙ্খলা ভঙ্গ। সাসপেন্ড ২০০০-এর বেশি।

তৃণমূলের বড় সিদ্ধান্ত
তৃণমূলের বড় সিদ্ধান্ত
কলকাতা: নির্দল প্রশ্নে কড়া তৃণমূল কংগ্রেস। দলীয় শৃঙ্খলা না মানায় প্রায় ২ হাজার জনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছেন, “টিকিট না পেয়ে নির্দল হিসাবে দাঁড়ানো ব্যক্তিদের মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ করা হয়েছিল। সময় দেওয়া হয়েছিল। এমনকি লিফলেট দিয়ে ভোট না দেওয়ার আহ্বান করতে বলা হয়েছিল। এরা দলীয় শৃঙ্খলা না মানায়, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের শুরুতে তৃণমূল কংগ্রেস ব্যতিব্যস্ত ছিল দলের মনোনয়ন নিয়ে। টিকিট না পেয়ে অনেকেই নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। টিকিট বিলির ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। অন্যদিকে অনুগামীরা টিকিট না পাওয়ায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন আব্দুল করিম চৌধুরী ও হুমায়ুন কবীরের মতো বিধায়ক। এনিয়ে প্রথম থেকেই কড়া পদক্ষেপ নিয়েছিল দল। এরই প্রেক্ষিতে ভোটের প্রচার শেষ হওয়া অবধি মোট সাসপেন্ডের সংখ্যা প্রায় ২ হাজার হয়ে গিয়েছে।
advertisement
advertisement
পঞ্চায়েতে ভোটে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়ে তা তুলে না নেওয়ায় ভোট প্রচারের শেষ দিনে ৯৬ জন তৃণমূল কর্মীকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। দলের তরফে আগেই বলা হয়েছিল, নির্দল হয়ে যারা মনোনয় জমা দিয়েছিলেন তা তুলে নিন। ভবিষ্যতে দল তাদের পাশে থাকবে। কিন্তু না তুললে দল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। সেটাই শেষপর্যন্ত করা হল।নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার হুঁশিয়ারি গিয়েছিলেন, যারা নির্দল হিসেবে দাঁড়াবেন তাদের জন্য দলের দরজা বন্ধ। অভষেক স্পষ্ট জানিয়ে দেন, নির্দল হিসেবে জিতে যদি মনে করেন তৃণমূলে যোগ দেবেন তাহলে ভুল করছেন।
advertisement
ওই সতর্কবার্তার পরও জেলায় জেলায় বহু তৃণমূল কর্মী নির্দল হিসেবে দাঁড়িয়ে পড়েন। তার পরই  জেলা ধরে ধরে দলের কারা নির্দল হিসেবে দাঁড়িয়েছে তাদের একটি তালিকা তৈরি করেছে দল। ওইসব তৃণণূল নেতাকে মনোনয়ন তুলে নেওয়ার কথা বলার পরও তারা তা তুলে নেয়নি। এবার সেই তালিকা ধরে ধরে ব্যবস্থা নেওয়া শুরু করল তৃণমূল কংগ্রেস।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ২০০০! ভোটের আবহেই তৃণমূলের বিরাট সিদ্ধান্ত, ভয় পাচ্ছেন নেতারাও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement