Bengal Panchayat Election 2023: বিএসএফ-এর দাবি মানছে কমিশন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরাট সিদ্ধান্ত!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal Panchayat Election 2023: রাজ্য নির্বাচন কমিশনারের নির্দেশ বিভিন্ন জেলার জেলার পঞ্চায়েত ইলেকশন অফিসারদের।
কলকাতা: অবশেষে বিএসএফের দাবি মানছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী চারজন করে মোতায়েন করতে হবে। তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়নে বিশাল পরিবর্তন আনা হচ্ছে। এর জেরে বেশিরভাগ বুথেই কেন্দ্রীয় বাহিনী রাখা সম্ভব হচ্ছে না। তার জন্য কমিশনকে কঠোর পরিকল্পনা করতে হবে।
যে স্ট্রাইকিং ফোর্স বা মোবাইল ফোর্স নজরদারির জন্য তৈরি করা হবে সেই পরিকল্পনাও গুরুত্ব দিয়ে করতে হবে। গুরুত্ব দিয়ে করতে হবে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের পরিকল্পনাও। যেহেতু বুটে হাফ সেকশন অর্থাৎ চারজন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করতে হবে, তাই কীভাবে তা মোতায়েন হবে, খুব শীঘ্রই তার বিস্তারিত দেওয়া হবে।
advertisement
advertisement
রাজ্য নির্বাচন কমিশনারের নির্দেশ বিভিন্ন জেলার জেলার পঞ্চায়েত ইলেকশন অফিসারদের। গতকাল গভীর রাতে এই নির্দেশ দিয়েছেন খোদ রাজ্য নির্বাচন কমিশনার বলেই কমিশন সূত্রে খবর।
পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে দিল রাজ্য নির্বাচন কমিশন৷ একটি বুথে কত কেন্দ্রীয় বাহিনী থাকবে, কত রাজ্যের বাহিনী থাকবে, তা নিয়ে নানারকম ধন্দ্ব ছিল, সেই বিষয়টি স্পষ্ট করে দিল কমিশন৷ কমিশনের তরফ থেকে জানানো হল, একজন করে রাজ্যের বাহিনী ও একজন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী থাকবে৷ সেই বিষয়েই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
এর আগে বাহিনী দেওয়া নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা কার্যত পরিস্কার হয়ে গেল৷ নির্দেশে বলা হয়েছে, কেবলমাত্র বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ সিভিক ভলেন্টিয়ারর থাকবেন ভোটের সময় লাইন বজায় রাখার জন্য৷ এ ছাড়া মোবাইল ভ্যানে, অর্থাৎ ভ্রাম্যমাণ কোনও নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী থাকছে না৷
advertisement
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে হবে, সেই দাবি তুলেছিল বিরোধীরা৷ সেই নেই আদালতে মামলাও হয়৷ আদালত নির্দেশ দেয়৷ আদালতের নির্দেশের ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করে৷ সেই মতো বেশ কয়েকধাপে রাজ্যে বাহিনী এসে পৌঁছয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2023 9:25 AM IST