Saayoni Ghosh: 'আমি এখন...', ইডির ডাক উপেক্ষা করে এ কী বললেন সায়নী ঘোষ! তোলপাড় বাংলা

Last Updated:

Saayoni Ghosh: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গলসিতে ভোট প্রচার সায়নী ঘোষের।

+
প্রচারে

প্রচারে সায়নী

পূর্ব বর্ধমান, গলসি: আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচন কে সামনে রেখে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে জোর দিয়েছে প্রতিটি রাজনৈতিক দলই। আর মাত্র দুদিন পর রাজ্যে নির্বাচন, তাই জনসংযোগে জোর দিতে রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে পৌঁছে যাচ্ছেন তাবড় তাবড় নেতা মন্ত্রী , সাথে কর্মী সমর্থকরা। নির্বাচনী জনসংযোগে কোন মতেই খামতি রাখতে নারাজ সব দলই।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে জোর দিতে বুধবার পূর্ব বর্ধমানের গলসিতে পঞ্চায়েত প্রার্থীদের সমর্থনে প্রচার সারলেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। বুধবার বর্ধমানের গলসি ব্লকের বিভিন্ন গ্রামের ভোট প্রচারে আসেন সায়নী ঘোষ। আর যাকে ঘিরে স্থানীয় মানুষদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। গলসি চৌমাথা মোড় থেকে শুরু করে গলসি ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে তৃণমূলের হয়ে ভোট প্রচার করেন রাজ্যের যুব তৃণমূলের সভানেত্রী।
advertisement
advertisement
এই নির্বাচনী প্রচারে সায়নীর বক্তব্যে উঠে আসে রাজ্যের একাধিক প্রকল্পের কথা। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ,যুবশ্রী সহ রাজ্যের উন্নয়ন বিষয়ক নানান প্রকল্প গ্রামবাসীদের কাছে তুলে ধরার চেষ্টা করেন তিনি। সেই সঙ্গে এসবের কথা উল্লেখ করে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভোট চাইতেও দেখা গেল সায়নী ঘোষকে।
advertisement
প্রসঙ্গত, বর্তমানে নানান কারণে চর্চায় রয়েছেন যুব তৃণমূলের এই সভা নেত্রী। গলসির নির্বাচনী প্রচার কর্মসূচি থেকেও সেই বিষয়ে সরব হতে দেখা গেল সায়নী ঘোষকে। সায়নী জানিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির তরফে ডাকা হয়েছিল। কিন্তু নির্বাচনের কারণ দেখিয়ে ইডি দফতরে চিঠি পাঠিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ”যে কোনও কেন্দ্রীয় সংস্থার সঙ্গে বা তদন্তকারী এজেন্সির সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে চাই আমি। যে কোনও রকমের ইনভেস্টিগেশন খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি আগেও ওঁদের লেছিলাম এবং চিঠি মারফতও জানিয়েছি, আমাকে ভোট সম্পূর্ণ হওয়া পর্যন্ত সময় দিতে, তারপর যদি আমাকে সশরীরে উপস্থিত হতে হয় ১০০ বার হব। কিছু তথ্য ওঁরা চেয়েছিলেন এবং সেই তথ্য আমি পাঠিয়ে দিয়েছি, আশা করি ওঁরা সমস্ত তথ্য যাচাই করবেন। ওঁদের আরও জানিয়েছি আমি ফোনে অ্যাভেলেবেল রয়েছি এবং অনলাইনেও অ্যাভেলেবেল রয়েছি আমি সম্পূর্ণ সহযোগিতা করব।
advertisement
বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির নেতা কর্মীদের এই জনসংযোগ আদতে ঠিক কতটা ফলপ্রসূ হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে আপামর রাজ্যবাসী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saayoni Ghosh: 'আমি এখন...', ইডির ডাক উপেক্ষা করে এ কী বললেন সায়নী ঘোষ! তোলপাড় বাংলা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement