আরও পড়ুনঃ কোথায় গেল সেই ইলিশ? নেই গন্ধ-স্বাদ! কারণ শুনলে আঁতকে উঠবেন
এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের জানান, পি এইচ এর মাধ্যমে বাড়িতে বাড়িতে প্রশাসন পৌঁছে দিয়েছিলেন পানীয় জলের ট্যাপ । প্রত্যেক বাড়িতে ট্যাপ থাকলেও জল পরিষেবা নেই বলেই অভিযোগ বাসিন্দাদের। আবার কোথাও বা পানীয় জল এলেও তাও আবার সময় মত পাচ্ছেন না। দীর্ঘ এক বছর এভাবেই কষ্টের মধ্যে জীবনযাপন চলছে গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ বারবার স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক স্তরের জানালে প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু কোন কাজের কাজ হয়নি। যার ফলে চরম সমস্যার মধ্যে পড়েছে পরিবারগুলি। এমনকী বাড়িতে কাজকর্ম থেকে পানীয় জল খাওয়ার জন্য বহু দূর-দুরান্ত থেকে জল বাড়িতে এনে ব্যবহার করতে হচ্ছে। যার ফলে নাজেহাল হয়ে পড়েছেন গ্রামবাসীরা। তারা চাইছেন অবিলম্বে বাড়িতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করুক প্রশাসন।
advertisement
অন্যদিকে অঞ্চল সভাপতি অভিযোগ স্বীকার করে বলেন ‘দু-একটি জায়গায় সমতল না থাকার কারণে জল যাচ্ছে না। এলাকাবাসীরা মিথ্যে অভিযোগ করছেন। তাঁরা দ্রুত সমস্যা সমাধান করে বাড়িতে পৌঁছে দেবে পানীয় জল।’ এখন দেখার সাধারণ মানুষের বাড়িতে আদৌও কি জল পৌঁছাবে না এভাবেই কষ্টের মধ্যেই দিন কাটাতে হবে পরিবার গুলিকে।
Suvojit Ghosh