প্রতিবছরের মতো এ বছরও ওই পরিবারগুলির ঘুম উড়েছে। দীর্ঘদিন ধরেই দ্বারকেশ্বর নদীর তীরবর্তী এলাকায় পরিবারগুলি বর্ষার সময় চরম সমস্যার সম্মুখীন হয়। নদীর জল বাড়তে শুরু করলেই আগেভাগে বহু মানুষ বন্যার আশঙ্কায় অন্যত্র চলে গিয়ে উঁচু জায়গায় ঠাঁই নেয়। আর এভাবেই চলে আসছে দীর্ঘদিন, হেলদোল নেই কারও।
advertisement
উল্লেখ্য, প্রতিবছরের তুলনায় এ বছর এখনও পর্যন্ত ভারী বৃষ্টিপাত না হলেও একটি নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে দ্বারকেশ্বরে হু হু করে জল বাড়ছে। তাতেই তৈরি হয়েছে তীব্র আতঙ্ক, পরিবারগুলি বাড়িঘর ছেড়ে নিজেদের জীবনকে বাঁচাতে অন্যত্র চলে যাচ্ছে। বেশিরভাগ সময়েই ওই এলাকাতে বন্যাতে ঘরবাড়ি ডুবে যায়। আর সেই কারণে সমস্যার শিকার হতে হচ্ছে বাসিন্দাদের।
আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ চেয়ে আইনজীবীর কাছে দম্পতি! চেম্বারেই রক্তারক্তি কাণ্ড! জানুন
এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবছরই ভারী বৃষ্টিপাত এবং বন্যার আশঙ্কায় ঘর ছাড়তে হয় পরিবারগুলিকে। কারণ একেবারে নদীর তীরবর্তী বাঁধের উপর বসবাস করতে হচ্ছে। গত দু’বছর বন্যার কারণে ধুলিস্যাৎ হয়ে গিয়েছিল বাড়িতে থাকা সমস্ত কিছু। ফের দ্বারকেশ্বরে জল বাড়ার কারণে কেবল বাড়িটুকু রেখে জিনিসপত্র নিয়ে জীবন বাঁচানোর তাগিদে চলে যাচ্ছেন তাঁরা।
Suvojit Ghosh