Divorce: বিবাহ বিচ্ছেদ চেয়ে আইনজীবীর কাছে দম্পতি! চেম্বারেই রক্তারক্তি কাণ্ড! জানুন

Last Updated:

Divorce: বিবাহ বিচ্ছেদ চাইতে গিয়ে একী কাণ্ড! জানলে অবাক হবেন

মুর্শিদাবাদ:  কান্দি মহকুমা আদালত চত্বরের মধ্যে উকিলের চেম্বারে সালিশি সভা। সভা শেষ হতে না হতেই তুমুল মারামারির ঘটনা। ঘটনায় আহত হল ৩জন। জানা গিয়েছে, কান্দি থানার অন্তর্গত ভবানীপুর এলাকার এক মহিলার সঙ্গে হিজল নতুন গ্রামের যুবকের বিবাহ সম্পন্ন হয় কয়েক বছর আগে। কিন্তু বিবাহের পরে তাদের মধ্যে সাংসারিক অশান্তি লেগেই থাকত। সেই কারণেই বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করা হয়। আর বিবাহ বিচ্ছেদ নিয়ে কন্যা পক্ষ ও বর পক্ষকে নিয়ে সালিশি চলছিল কান্দি মহকুমা আদালত চত্বরে এক আইনজীবীর ঘরে। আর তখনই ঘটে বিপত্তি।
দুই পক্ষের মধ্যেই চলে মারামারি। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালতের সামনে আইনজীবী আল্লারাখা সেখের চেম্বারে তুমুল মারামারি ঘটনায় আহত বেশ কিছু জন। তাদের মধ্যে তিনজনকে গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।স্থানীয় বাসিন্দারা জানান, মুর্শিদাবাদ জেলার কান্দি থানার হিজল নতুনগ্রাম এলাকার স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ নিয়ে দুই পক্ষকে বসিয়ে সালিশি সভা চলছিল কান্দি মহকুমা আদালত চত্বরের মধ্যে আইনজীবী আল্লারাখা সেখের চেম্বারে।
advertisement
advertisement
আরও পড়ুন: 
অভিযোগ শুক্রবার দুপুরে সভা শেষ হতে না হতেই শুরু হয় উভয় পক্ষের কথা-কাটাকাটি। আচমকা মেয়ে পক্ষের লোকজন আইনজীবীর চেম্বারে বাইরে থাকা লোহার বোর্ড দিয়ে ছেলে পক্ষদের আঘাত করে। শুরু হয় উভয় পক্ষের মারামারি ও ইট পাটকেল ছোড়া। ঘটনার গুরুতর আহত হন তিন জন। আহতদের কে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ঘটনার জেরে খবর দেওয়া হয় কান্দি থানার পুলিশকে। যদিও বা এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Divorce: বিবাহ বিচ্ছেদ চেয়ে আইনজীবীর কাছে দম্পতি! চেম্বারেই রক্তারক্তি কাণ্ড! জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement