অবলুপ্তির মুখে দাঁড়িয়ে থাকা এই কালো হাঁড়ি পেতে হলে আপনাকে যেতে হবে কদমরসুল পিরের মেলায়। গোঘাটের আসলহরিতে এই পিরের মেলা দীর্ঘদিন ধরে বসে আসছে। বর্তমানে অবশ্য তার নাম লোকমুখে বদলে কালো হাঁড়ির মেলা নামেই অধিক প্রসিদ্ধ।
আরও পড়ুন: রেস্তোরাঁর খাবারের মান কেমন? দেখতে হঠাৎ হাজির ফুড সেফটি বিভাগের আধিকারিকরা
advertisement
এই মেলায় বহুদিন ধরে কালো হাঁড়ি বিক্রি হয়। বর্তমানে এই মেলাতেই একমাত্র এই বিশেষ ধরনের হাঁড়ি পাওয়া যায়। এখন বিক্রি অনেক কমে গেলেও কিছু পরিবার পুরনো ঐতিহ্য ধরে রেখে আজও এই কালো হাঁড়ি তৈরি করে। যা কদমরসুল পিরের মেলায় নিয়ে এসে বিক্রি করেন তাঁরা। চারদিন ধরে এই বিক্রিবাটা চলে। এই কালো হাঁড়ি মেলা এখন চলছে। কিনতে চাইলে চলে আসতে পারেন হুগলির গোঘাটে।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 12:44 PM IST