এই গ্রামের মানুষের বক্তব্য, রেল প্রকল্প হোক কিন্তু, ভবাদিঘিকে বাঁচিয়ে। এটাই গ্রামের একমাত্র দিঘি, এর জলই ভরসা এখানকার মানুষের। সেইসঙ্গে এলাকার পরিবেশ ঠিক রাখার জন্য ভবাদিঘির বিন্দুমাত্র ক্ষতি হতে দিতে রাজি নয় এলাকাবাসী।
আরও পড়ুন: জমি জবরদখল সেইসঙ্গে নদীতে দূষণ, 'বেপরোয়া' ইটভাটা ভেঙে ফেলা হল হাইকোর্টের নির্দেশে
advertisement
জানা গিয়েছে, এই গ্রামে প্রায় ২০০ টি পরিবার বসবাস করে। প্রতিটি পরিবারের ১০ থেকে ১৫ টি হাঁস আছে। তাদের ডিম বিক্রি করে রোজগার করে এখানকার মানুষ। সেই হাঁসেরা দিঘির জলে চড়ে বেড়ায়। এছাড়াও ভবাদিঘিতে মাছ চাষ করে বছরের ৬ মাস সংসার চলে। আর তাই কোনমতেই রেলের দাবির কাছে মাথা নোয়াতে রাজি নয় গ্রামবাসীরা।
এই পরিস্থিতিতে রেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন গ্রামবাসীরা। ভবাদিঘির ক্ষতি করে কোনও কাজ করতে দেওয়া হবে না বলে একযোগে জানিয়েছেন তাঁরা। সেইসঙ্গে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে বলেও জানান এই গ্রামের মানুষ।
শুভজিৎ ঘোষ