North 24 Parganas News: জমি জবরদখল সেইসঙ্গে নদীতে দূষণ, 'বেপরোয়া' ইটভাটা ভেঙে ফেলা হল হাইকোর্টের নির্দেশে
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
মালিককে লিজের টাকা না দিয়ে গোটা জমিটাই জবরদখল করে চলছিল ইটভাটা। সেইসঙ্গে দূষণ ছড়াচ্ছিল ইছামতির নদীতে। শেষে হাইকোর্টের নির্দেশে ভাঙা পড়ল 'বেপরোয়া' ইটভাটা
উত্তর ২৪ পরগনা: হাইকোর্টের নির্দেশে ভাঙা হল অবৈধ ইটভাটা। বসিরহাটের শাঁকচুড় বাগুণ্ডি পঞ্চায়েতের গাজালমারি গ্রামের বিবিসি ইটভাটা অবৈধভাবে অবস্থান করছিল বলে অভিযোগ ওঠে। জানা যায়, প্রায় দশ বছর আগে শাহজাহান মণ্ডলকে ইট ভাটার জমি লিজ দিয়েছিলেন আব্দুল হামিদ। তিনি অভিযোগ করেন, লিজ নেওয়ার পর প্রথম চার বছর ঠিকঠাকই টাকা দিয়েছিলেন শাহজাহান। কিন্তু পঞ্চায়েত সদস্য হওয়ার পর লিজের টাকা বন্ধ করে জমির দখল নেন। সেই সঙ্গে বিবিসি ইট ভাটার জন্য ইচ্ছামতি নদী দূষিত হচ্ছে বলে অভিযোগ ওঠে।
কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা চলার সময় জানা যায়, ইট ভাটায় উৎপন্ন দূষিত 'ইট রাইস' ইছামতি নদীতে ফেলছেন মালিক শাহজাহান মণ্ডল। এর ফলে নদী ভয়ঙ্করভাবে দূষিত হচ্ছে বলে জানায় গ্রিন ট্রাইবুনাল। জমির মালিক আব্দুল হামিদের দায়ের করা এই মামলায় পার্টি করা হয়েছিল ইছামতি নদী দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। শেষ পর্যন্ত হাইকোর্ট বিবিসি ইটভাটা ভেঙে ফেলার নির্দেশ দেয় উত্তর ২৪ পরগনার জেলাশাসককে।
advertisement
advertisement
কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ মতো বসিরহাটের মহকুমাশাসক মৌসুম মুখার্জির নেতৃত্বে ম্যাজিস্ট্রেট সুশান্ত ব্যানার্জি সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই ইটভাটা ভাঙার কাজ শুরু হয়। এদিকে মালিক পক্ষের দাবি, ইটভাটা ভেঙে ফেলার বিষয়ে তাঁদের আগে থেকে কোনরকম নোটিশ দেওয়া হয়নি।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 4:02 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: জমি জবরদখল সেইসঙ্গে নদীতে দূষণ, 'বেপরোয়া' ইটভাটা ভেঙে ফেলা হল হাইকোর্টের নির্দেশে