South 24 Parganas News: কল থেকে বেরোচ্ছে কেঁচো! কাজে ফাঁকি দেওয়ায় গ্রেফতার তিন
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
ডায়মন্ডহারবার পুরসভার জলের কল থেকে বেরোচ্ছে আস্ত কেঁচো! এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। কাজে ফাঁকি দেওয়ার অভিযোগে ২ ইঞ্জিনিয়ার সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ
দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবারে জলের কল থেকে বেরিয়ে আসছে কেঁচো, পোকা! এই অভিযোগ এবং কেঁচো, পোকার ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই নিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়। গোটা বিষয়টি জানাজানি হলে শোরগোল পড়ে যায়। কারণ মাত্র দু'বছর আগে এই জলপ্রকল্পটি চালু হয়েছে। এই ঘটনায় পুলিশ দুই ইঞ্জিনিয়ার সহ তিনজনকে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, বিষয়টি ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরেও আসে। তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের কথা বলেন। এরপরই প্রাথমিক তদন্তে বেশ কয়েকজন কর্মীর কর্তব্যে গাফিলতি খুঁজে পাওয়া যায়। এরপরই পুলিশ ডায়মন্ডহারবার পুরসভার জলপ্রকল্পের ম্যানেজার পদে কর্মরত দুই ইঞ্জিনিয়ার নাম মৃদুল মণ্ডল ও প্রবীর পোল্লেকে গ্রেফতার করে। সেই সঙ্গে এক ঠিকাদারকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে কাজে গাফিলতি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, ডায়মন্ডহারবার পুরসভার জলপ্রকল্পটি চালুর এক বছরের মাথা থেকেই পোকা, নোংরা জল বেরোতে থাকে। নিরুপায় এলাকাবাসী ওই জলই ব্যবহার করছে। এমনকি এলাকার হোটেল, দোকানগুলিও ওই জল ব্যবহার করে। স্বাভাবিকভাবেই সেই জলের সঙ্গে আস্ত কেঁচো বেরিয়ে আসার ঘটনা ঘটায় কার্যত ধৈর্যের বাঁধ ভাঙে এলাকাবাসীর। তবে তাঊদের অভিযোগকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। সেই সঙ্গে ডায়মন্ডহারবার পুরসভার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত পানীয় জল নিয়ে যে সমস্যা ঘটেছে তা সমাধান করা হবে।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 3:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কল থেকে বেরোচ্ছে কেঁচো! কাজে ফাঁকি দেওয়ায় গ্রেফতার তিন