হুগলির হরিপালে বলদবাঁধ এলাকায় প্রতি বছরই পরিযায়ী পাখি আসে। এ বছরেও শীতের শুরুতে দেখা মিলল ঝাঁক ঝাঁক পরিযায়ী পাখি। এলাকাবাসীদের তরফে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। কেও যাতে এই পাখি শিকার না করে তার জন্য পুরো এলাকায় পোস্টারিং করা হয়েছে। আবেদন করা হয়েছে যাতে কেউ কোনও শব্দ বাজি না ফাটায়, মাইক না বাজায়। পরিযায়ী পাখিদের যাতে কেউ বিরক্ত না করে। পরিযায়ী পাখিদের দেখতে ভিড় করছে অনেকেই।
advertisement
আরও পড়ুনঃ শ্রীরামপুর নগাড় মোড়ে লরি ও টোটোর ধাক্কায় মৃত এক আহত তিন
ছবিও তুলছেন কেও কেও। এলাকার বাসিন্দা স্বরূপ কুমার মিত্র বলেন, শীত পড়তেই প্রতি বছর পরিযায়ী পাখিদের দল আসে এই বলদবাঁধ এলাকায়। এখানে এক সাথে আটটি জলাশয় আছে। পরিযায়ী পাখিদের দেখতে ভিড় করে অনেকেই। তাই এদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই এলাকার সকলের তরফে পোস্টারিং করা হয়েছে। কেউ যাতে মাইক না বাজায়, শব্দ বাজি না ফাটায়।
Rahi Haldar





