প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরি ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন ইঞ্জিন ভ্যানের চালক। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ওই ব্যক্তিকে নিয়ে পুরশুড়া ব্লক হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন মৃত হয়।
আরও পড়ুন: মেলায় হারিয়ে যাওয়া মহিলাকে বাড়ি ফিরিয়ে দিল হ্যাম রেডিও
স্থানীয় সূত্রে খবর, লরিটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। ঠিক সেই সময় সামনে এসে পড়ে ইঞ্জিন ভ্যানটি। দ্রুত গতি থাকার কারণে লরিচালক নিয়ন্ত্রণ রাখতে পারেনি। দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন ভ্যানে। বিকট আওয়াজ শুনতে পান এলাকার মানুষজন। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে ইঞ্জিন ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুরশুড়া গ্রামীণ হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়ে মৃত ভ্যানচালকের পরিবার।
advertisement
এদিকে ময়নাতদন্তের জন্য ভ্যানচালকের দেহ আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। যদিও ঘাতক লরিকে ধরা সম্ভব হয়নি। চালক দুর্ঘটনা ঘটিয়েই গাড়ি নিয়ে পালিয়ে যায়।
শুভজিৎ ঘোষ