South 24 Parganas News: মেলায় হারিয়ে যাওয়া মহিলাকে বাড়ি ফিরিয়ে দিল হ্যাম রেডিও
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
১৭ বছর আগে মেলায় ঘুরতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন। বিহারের সেই নিখোঁজ মহিলাকে বাড়ি ফিরিয়ে দিল হ্যাম রেডিও
দক্ষিণ ২৪ পরগনা: আবারও হ্যাম রেডিওর কামাল। বিষ্ণুপুর থেকে বাড়ি ফিরলেন বিহারের মহিলা। ওই মহিলার নাম তলমি হাঁসদা (৫৪)। বাড়ি বিহারের কাটিহার জেলার বেলহারা, কুমারীপুর গ্রামে। ১৭ বছর আগে ওই মহিলা তাঁর তিন ছেলে-মেয়ের সঙ্গে মেলায় গিয়ে হারিয়ে যান। পরে কাঁদতে কাঁদতে স্থানীয়দের সহযোগিতায় ছেলেমেয়েরা মেলা থেকে বাড়ি ফিরলেও তলমি হাঁসদাকে খুঁজে পাওয়া যায়নি। সেই থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
এরমধ্যে তলমিদেবীর বড় মেয়ে পড়াশোনা করে ভারতীয় ডাকবিভাগের কাজে যোগ দেন। মাকে খুঁজে বার করার বহু চেষ্টা করেন। কিন্তু কোথাও খুঁজে পাননি। এদিকে পথ ভুলে ঘুরতে ঘুরতে কলকাতায় চলে আসেন তলমি হাঁসদা।
advertisement
এরপর কলকাতা পুলিশের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত হয়ে মিশনারিজ অফ চারিটির কলকাতার হোমে ঠাঁই পান তিনি। পরে তাঁকে আবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে মিশনারি অফ চ্যারিটির আরেকটি হোমে পাঠানো হয়। এরপর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করা হয়। তারাই মহিলার ঠিকানা খুঁজে বের করে পৌঁছে দেন পরিবারের কাছে।
advertisement
তলমিদেবীকে আনতে এসে অশ্রুসজল চোখে মেয়ে মীনাদেবী জানান, রেল স্টেশনে অনেক পড়ে থাকা মহিলা পুরুষদের দেখতাম। নিজের মায়ের কথা ভাবতাম। মনে হতো কোনও রেল স্টেশনে হয়তো আমার মা এরকমই পড়ে আছে। চাকরি সুত্রে সবার বাড়িতে খবর পৌঁছে দিই আমি, কিন্তু এই খবর হ্যাম রেডিওর থেকে পেয়েছি। প্রতিবছর এই দিনটিকে আমরা মায়ের জন্মদিন হিসেবে পালন করব আমরা আমরা।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 30, 2023 8:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মেলায় হারিয়ে যাওয়া মহিলাকে বাড়ি ফিরিয়ে দিল হ্যাম রেডিও








