Panchayat Election 2023: ভোটের দেওয়াল লিখনে চমক পুরুলিয়ায়, দেখুন কী হচ্ছে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্বে বড় চমক পুরুলিয়ায়। প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখতে দেখা গেল একদল তরুণীকে
পুরুলিয়া: দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। প্রচার পর্ব মাঝপথ পেরিয়ে শেষের দিকে এগোচ্ছে। ৮ জুলাই ভোট। স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলির নেতাকর্মীদের দম ফেলার ফুসরত নেই। ঠিক এই পর্যায়েই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে দেওয়াল লিখনে চমক দেখা গেল পুরুলিয়ায়।
রং-তুলি হাতে তরুণীরা রাস্তায় নেমে পড়েছেন, লিখছে ভোট প্রচারের দেওয়াল। পুরুলিয়ার বলরামপুর থানার ঘাটবেড়া কোরোয়া পঞ্চায়েত এলাকায় দেখা গেল এমন দৃশ্য। ওই এলাকায় এবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছেন মাওবাদীদের অযোধ্যা স্কোয়াডের প্রাক্তন এরিয়া কমান্ডার নন্দকুমারের স্ত্রী তনুজা কুমার। তাঁরই দেওয়াল লিখনের কাজ করছেন ওই তরুণীরা। এই বিষয়ে ওই তরুণীরা জানালেন, এর আগে বিধানসভা ভোটের সময় তাঁরা প্রথম দেওয়াল লিখনের কাজ করেছিলেন। তাতেই উৎসাহ অনেক গুণ বেড়ে গিয়েছে। তাই এবার পঞ্চায়েত ভোটেও দেওয়াল লেখার কাজ করছেন। ভোটের প্রচারে দেওয়াল লেখার বেশ উপভোগ করছেন বলেই জানান তাঁরা।
advertisement
advertisement
তরুণীদের দেওয়াল লিখনের কাজ দেখে খুশি গ্রামের মানুষও। এই বিষয়ে গ্রামবাসীরা বলেন, গত বিধানসভা ভোটের সময় গ্রামের মেয়েরা প্রথম দেওয়াল লেখার কাজ করে। এবার পঞ্চায়েত প্রার্থীর সমর্থনে আবার তারা রং-তুলি তুলে নিয়েছে হাতে। এতে গ্রামের অল্পবয়সীদের সৃজনশীলতার প্রকাশ ঘটছে বলে তাঁরা মনে করছেন।
শমিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2023 7:40 PM IST