গত কয়েকদিন ধরেই হুগলির নানান প্রান্তে বিকেলের দিকে নিয়ম করে ঝড়-বৃষ্টি হচ্ছে। তবে এর প্রকোপ সবচেয়ে বেশি আরামবাগ মহকুমায়। এই অবস্থায় বোরো ধান চাষ করে তাঁদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন কৃষকরা। এই অবস্থায় কী করে বাকি বছরটা চলবে তা তাঁরা ভেবে পাচ্ছেন না। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ক্ষতির সম্মুখীন হয়ে রীতিমত ভেঙে পড়েছেন বহু কৃষক।
advertisement
আরও পড়ুন: বাড়ির ছেলেরা নেশাড়ু হয়ে পড়তে পারে! আশঙ্কায় মদের দোকানে তালা মেরে পথ অবরোধ মহিলাদের
এর আগে খামখেয়ালী আবহাওয়ার কারণে আরামবাগ মহকুমায় এই বছর আলু চাষ ভালো হয়নি। কৃষকরা ভেবেছিলেন আলু চাষের ধাক্কা বোরো ধান চাষ করে কিছুটা হলেও সামলাতে। পারবেন। কিন্তু ফের বাদ সাধল সেই আবহাওয়া এবারে ধান চাষ করে বড় ক্ষতির মুখে তাঁরা। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চাষ করায় কীভাবে ঋণ শোধ করবেন তাও ভেবে পাচ্ছেন না চাষিরা।
শুভজিৎ ঘোষ