TRENDING:

Hooghly News: অসময়ের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি বোরো চাষের

Last Updated:

হুগলির নানান প্রান্তে বিকেলের দিকে নিয়ম করে ঝড়-বৃষ্টি হচ্ছে। তবে এর প্রকোপ সবচেয়ে বেশি আরামবাগ মহকুমায়। এই অবস্থায় বোরো ধান চাষ করে তাঁদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন কৃষকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হল বোরো ধান চাষের। আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই ঝড়-বৃষ্টি হচ্ছে। কিন্তু বোরো ধান চাষে এতটা বৃষ্টি কখনোই ভালো নয়। তারপর ঝড়ের জেরে বহু ধান মাঠেই ঝরে পড়েছে। সবমিলিয়ে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা।
advertisement

গত কয়েকদিন ধরেই হুগলির নানান প্রান্তে বিকেলের দিকে নিয়ম করে ঝড়-বৃষ্টি হচ্ছে। তবে এর প্রকোপ সবচেয়ে বেশি আরামবাগ মহকুমায়। এই অবস্থায় বোরো ধান চাষ করে তাঁদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন কৃষকরা। এই অবস্থায় কী করে বাকি বছরটা চলবে তা তাঁরা ভেবে পাচ্ছেন না। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ক্ষতির সম্মুখীন হয়ে রীতিমত ভেঙে পড়েছেন বহু কৃষক।

advertisement

আরও পড়ুন: বাড়ির ছেলেরা নেশাড়ু হয়ে পড়তে পারে! আশঙ্কায় মদের দোকানে তালা মেরে পথ অবরোধ মহিলাদের

এর আগে খামখেয়ালী আবহাওয়ার কারণে আরামবাগ মহকুমায় এই বছর আলু চাষ ভালো হয়নি। কৃষকরা ভেবেছিলেন আলু চাষের ধাক্কা বোরো ধান চাষ করে কিছুটা হলেও সামলাতে। পারবেন। কিন্তু ফের বাদ সাধল সেই আবহাওয়া এবারে ধান চাষ করে বড় ক্ষতির মুখে তাঁরা। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চাষ করায় কীভাবে ঋণ শোধ করবেন তাও ভেবে পাচ্ছেন না চাষিরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: অসময়ের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি বোরো চাষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল