এতদূর পড়ে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন। কারণ এ তো আর খেলনা নয়, আস্ত একটা দোতলা বাড়ি। সেটা কী করে এক জমি থেকে তুলে অন্য জমিতে বসানো হবে তা ভেবে বিস্মিত হতে হয় বৈকি। কিন্তু সেটাই সম্ভব করার কাজ শুরু করেছেন খোকন মণ্ডল। তাঁর এই স্বপ্ন পূরণে সাহায্য করছে আধুনিক প্রযুক্তি। তবে তার জন্য গুনতে হচ্ছে ১৮ লক্ষ টাকা। তার ফলে আধুনিক যান্ত্রিক উপায়ে দোতলা বাড়িটি ৫৪ ফুট পিছনে খোকন মণ্ডলের নিজস্ব জায়গায় তুলে নিয়ে যাওয়ার কাজ চলছে।
advertisement
আরও পড়ুন: পাচারের ঠিক আগে ১৬ টন কয়লা বাজেয়াপ্ত বীরভূমে
বেগমপুর ২০ নম্বর রেল গেটের বাসিন্দা খোকন মণ্ডল। ২০০৮ সালে রেল যখন জমি অধিগ্রহণ করতে শুরু করে তখন দ্বিতীয় পর্যায়ের অধিগ্রহণে খোকনের বাড়ির নামও আসে। কারণ রেলের জমি দখল করেই গড়ে উঠেছিল তাঁর এই বাড়ি। তালিকায় থাকা এলাকার ৯০ টি বাড়ি খোকন মণ্ডলের চোখের সামনে ভাঙাও পড়ে। তবে নিজের বাড়ি ভাঙার কথা কখনও ভাবতে পারেনি খোকন ও তাঁর পরিবার। তাই রেলের জায়গা ছেড়ে ৫৪ ফুট পিছনে নিজস্ব জায়গায় বাড়িটি তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন তাঁরা।
এই বিষয়ে খোকন মণ্ডল জানান, ভিন রাজ্যে কাজে করে তিল তিল করে টাকা জমিয়ে নিজের স্বপ্নের এই বাড়িটি তৈরি করেছিলেন। তবে তা বর্তমানে রেলের জায়গায় চলে আসায় ভেঙে ফেলার নির্দেশ এসেছিল। কিন্তু নিজের স্বপ্নের বাড়ি কোনমতেই ভাঙতে চান না। তাই বহু অর্থ ব্যয় করে নিজের বাড়ি আকর্ষণ অবস্থাতেই রেলের জায়গা ছেড়ে ৫৪ ফুট পেছনে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। এই কাজের জন্য তাঁর খরচ হচ্ছে ১৮ লক্ষ টাকা। কাজ করতে গিয়ে নানারকম সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে। কখনও মাটি নরম থাকার জন্য কাজ বন্ধ রাখতে হচ্ছে, কখনও বা অন্য কোনও সমস্যা। তবে সমস্যা যতই আসুক নিজের প্রিয় বাড়িকে বাঁচাতে বদ্ধপরিকর খোকন মণ্ডল।
রাহী হালদার