Birbhum News: পাচারের ঠিক আগে ১৬ টন কয়লা বাজেয়াপ্ত বীরভূমে

Last Updated:

পাচারের ঠিক আগে বিপুল কয়লা বাজেয়াপ্ত বীরভূমে। ১৬ টন কয়লা সহ ডাম্পার বাজেয়াপ্ত করল পুলিশ

+
title=

বীরভূম: বাজারের আগে বীরভূমে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ কয়লা। সদাইপুর থানার পুলিশ অভিযান চালিয়ে পাচারের ঠিক আগে ১৬ টন কয়লা বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে একটি ডাম্পার‌ও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
গোপনসূত্রে খবর পেয়ে সদাইপুর থানার পুলিস স্থানীয় যাত্রা গ্রামে অভিযান চালিয়ে পাচারের জন্য জড়ো করা কয়লা বাজেয়াপ্ত করে। এটি পুলিশের যথেষ্ট উল্লেখযোগ্য সাফল্য। এর আগেও এইভাবে বীরভূম জেলা পুলিশ হঠাৎ অভিযান চালিয়ে কয়লা পাচারকারীদের ছক ভেস্তে দিয়েছে। কয়লা কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর থেকে কয়লা পাচার রুখতে বীরভূম জুড়ে যথেষ্ট সক্রিয় পুলিশ।
advertisement
advertisement
শুধু অবৈধ কয়লায় নয়, আগ্নেয়াস্ত্র, অবৈধভাবে বালি পাচার‌ও সফলভাবে আটকে দিচ্ছে পুলিশ। সদাইপুর থানার পুলিশ সোমবার রাতে গোপন সূত্রে খবর পায়, অবৈধ কয়লা বোঝাই একটি ডাম্পার দুবরাজপুরের দিক থেকে সদাইপুরে যাচ্ছে। এরপরই যাত্রা গ্রামে হানা দেয় পুলিশ। লাইব্রেরির কাছে অবৈধ কয়লা বোঝাই একটা ডাম্পার আটক করে। তাতেই ছিল প্রায় ১৬ টন অবৈধ কয়লা।
advertisement
এদিকে অবৈধ কয়লা ও ডাম্পার বাজেয়াপ্ত করলেও পুলিশ দেখেই আগেভাগে পালিয়ে যায় ডাম্পারের চালক ও খালাসি। ঘটনা হল, তিন দিন আগেই এই একই থানার পুলিশ পাচার হওয়ার সময় ৬ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে। সেগুলি গরুর গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। বারবার অবৈধ কয়লা উদ্ধার হওয়ায় চিন্তা বেড়েছে পুলিশকর্তাদের। তাঁরা তদন্ত করে দেখছেন কারা এই পাচার চক্রের মাথায় আছে।
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: পাচারের ঠিক আগে ১৬ টন কয়লা বাজেয়াপ্ত বীরভূমে
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement