TRENDING:

Hooghly News: এগরোল খেতে গিয়ে মর্মান্তিক পরিণতি! অকালেই ঝরে গেল একাদশ শ্রেণির দুই ছাত্রের প্রাণ

Last Updated:

এগরোল খেতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা দুই স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ায় বৃহস্পতিবার রাতে। পথ দুর্ঘটনায় প্রাণ যায় সুরেশ রায় ও প্রীতম মন্ডল নামে বছর সতেরোর দুই কিশোরের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: এগরোল খেতে গিয়ে মর্মান্তিক পরিণতি দুই স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ায় বৃহস্পতিবার রাতে। অকালেই প্রাণ চলে গেল সুরেশ রায় ও প্রীতম মণ্ডল নামে বছর সতেরোর দুই কিশোরের। তাঁরা দুজনেই একাদশ শ্রেণির ছাত্র। ঘটনায় গভীর শোকের ছায়া দুই পরিবারের মধ্যে। সুরেশের বাবা ববি রায় গাড়ি চালান ও প্রীতমের বাবা নিরঞ্জন মণ্ডল ট্রেনে হকারি করেন।
প্রতিকী চিত্র 
প্রতিকী চিত্র 
advertisement

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্য়ায় দুই সহপাঠী সুরেশ রায় (১৭) ও প্রীতম মণ্ডল (১৭) বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। বাড়িতে বলে গিয়েছিল এগরোল খেতে যাচ্ছে৷ তালবোনা কলোনি এলাকায় ওদের বাড়ি। এগরোল খেলে তালবোনা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পান্ডুয়া বাজারে যায় তারা। সেখানে দু’জনে এগরোল কিনে খায়। এরপরে, ওদের বাইকে করেই বাড়ি ফেরার পরিকল্পনা ছিল৷

advertisement

আরও পড়ুন: হুবহু অযোধ্যার রাম মন্দির! তা-ও আবার আমাদের রাজ্যেই, তাক লাগিয়ে দেওয়ার মতো সুন্দর

দুই বন্ধু বাইক নিয়ে পান্ডুয়া থেকে সিমলাগড়ের দিকে যাচ্ছিল। জানা গিয়েছে, বাইক চালাচ্ছিল প্রীতম৷ পিছনে বসে ছিল সুরেশ। তিন্না ষষ্ঠী পুকুরের কাছ জিটি রোডে একটি স্করপিও গাড়ি তাদের ধাক্কা মেরে চলে যায়। স্করপিও গাড়িটি বিপরীত দিক থেকে পান্ডুয়ার দিকে আসছিল।

advertisement

View More

আরও পড়ুন: শীতের ছুটিতে বাজার কাঁপাচ্ছে ‘এই’ ফিউসান ফুচকা! টক, ঝাল, মিষ্টি…আর তার সঙ্গে

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় দুজনকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। পান্ডুয়া পুলিশ জানিয়েছে দু’জনের মাথাতেই হেলমেট ছিল না। ঘাতক গাড়িটির সন্ধান চালানো হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: এগরোল খেতে গিয়ে মর্মান্তিক পরিণতি! অকালেই ঝরে গেল একাদশ শ্রেণির দুই ছাত্রের প্রাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল