সেখানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন হুগলির সিঙ্গুরের বছর ১৩ এর দুই খুদে চ্যাম্পিয়ন। ওই প্রতিযোগিতায় তারা সিঙ্গেল সোলো যোগাসন ও গানের সঙ্গে রিদিমিক যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে। আগামী দিনে দেশের হয়ে সোনা জেতার লক্ষ্য রয়েছে দুই জনের। বর্তমান সময়ে সমস্ত অভিভাবকরা ছেলে মেয়েদের পড়াশোনায় যাতে ক্ষতি না হয় তার জন্য অন্য সব এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে বিরত রাখছেন।
advertisement
আরও পড়ুনঃ চন্দননগরের সবথেকে ছোট জগদ্ধাত্রী প্রতিমা! কোথায় হয়েছে জানেন?
তবে দুই খুদের যোগাসনে স্বর্ণ জয় প্রমান করে দিচ্ছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বা যোগাসনে যুক্ত রাখা বাচ্চাদের জন্য কতটা জরুরি। এই বিষয়ে স্বস্তিক ও রিতমের যোগা প্রশিক্ষক জানান, খেলাধুলা বা যোগাসন ছোট বয়স থেকে বাচ্চাদের চরিত্র গঠনে সহায়তা করে। মানসিক এবং চারিত্রিক বিকাশ যোগাসনের ফলে অনেকটাই বৃদ্ধি পায়। রীতম এবং স্বস্তিকের আগামী দিনের লক্ষ্য দেশের হয়ে যোগাসনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। তার জন্য কঠিন পরিশ্রমের সঙ্গে প্রয়োজন নিবিড় মনোযোগ যা দুজনের মধ্যেই বিদ্যমান।
Rahi Haldar