Hooghly News: চন্দননগরের সবথেকে ছোট জগদ্ধাত্রী প্রতিমা! কোথায় হয়েছে জানেন?
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো খ্যাতি দেশ জুড়ে। কথায় আছে আলোর শহর চন্দননগর জগদ্ধাত্রীর শহর চন্দননগর। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে উঁচু উঁচু আকাশ ছোঁয়া প্রতিমা তৈরি হয় মন্ডপে মন্ডপে। কোথাও ২৫ ফুট কোথাও বা ৩০ ফুটের প্রতিমা।
#হুগলি : চন্দননগরের জগদ্ধাত্রী পুজো খ্যাতি দেশ জুড়ে। কথায় আছে আলোর শহর চন্দননগর জগদ্ধাত্রীর শহর চন্দননগর। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে উঁচু উঁচু আকাশ ছোঁয়া প্রতিমা তৈরি হয় মন্ডপে মন্ডপে। কোথাও ২৫ ফুট কোথাও বা ৩০ ফুটের প্রতিমা। সবথেকে উচ্চতম ঠাকুর হিসেবে পরিচিত ও তেমাথা সার্বজনীনের জগদ্ধাত্রী প্রতিমা। কিন্তু জানেন কি চন্দননগরের কোথায় রয়েছে সব থেকে ছোট প্রতিমা! মাত্র ১০ ইঞ্চি জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করে নজির করলেন ভদ্রেশ্বরের অরিজিৎ দাস। ভদ্রেশ্বর বাবু বাজারের অরিজিৎ বুটিক শিল্পী। ছোটো বেলা থেকে ঠাকুর বানানো তার শখ। সরস্বতী অন্নপূর্ণা ঠাকুর তৈরি করতেন কাঠামো গড়ে জগদ্ধাত্রীও করেছেন।
এ বছর আবারও তিনি জগদ্ধাত্রী তৈরি করেছেন। তবে সেই মূর্তি মাত্র দশ ইঞ্চি মাপের। হাতি সিংহের উপর হৈমন্তিকার অবিকল রূপ ফুটিয়ে তুলেছেন অরিজিৎ। এই ঠাকুর তৈরি করতে সময় লেগেছে মাত্র ২৪ ঘন্টা। মাটি,আর্টিফিশিয়াল ক্লে দিয়ে তৈরি জগদ্ধাত্রী সব চেয়ে ছোটো মূর্তি বলে দাবি করছেন শিল্পী। এই বিষয়ে শিল্পী অরিজিৎ দাস বলেন, তার তৈরি ঠাকুর চন্দননগরের সব থেকে ক্ষুদ্রতম উচ্চতার ঠাকুর।
advertisement
আরও পড়ুনঃ চন্দননগরের আলোর শোভাযাত্রা আকৃষ্ট করে কলকাতার দুর্গা পূজো উদ্যোক্তাদের
চারিদিকে যখন বৃহৎ বৃহৎ আকারের দেবী প্রতিমা পূজিত হচ্ছে সেখানে তিনি সব থেকে ছোট ঠাকুর বানিয়ে তাতে পুজো করছেন। অরিজিৎ এর মা ভারতী দাস বলেন,ছেলে ছোটো বেলা থেকেই ঠাকুর বানানোর প্রতি ঝোঁক। কলেজ পাশ করেও সেই ঝোঁক কাটেনি। গত কয়েক বছর করতে পারেনি বাবা অসুস্থ হয়ে মারা যান। এবারে বললাম ঠাকুর করবি নাকি। সকালে ঘুম থেকে উঠে দেখি জগদ্ধাত্রী ঘরে বসে আছন। নবমীতে ঘরের মেয়ে হিসাবে পুজো করা হবে তাকে।
advertisement
advertisement
Rahi Haldar
Location :
First Published :
November 03, 2022 6:07 PM IST