স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘির ৬৭ জনের পর্যটক দল গত সোমবার অযোধ্যা বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে হরিপালের ইলিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায় বাসটি। ঘটনার পরেই যাত্রীদের চিৎকার চেঁচামেচিতে রাস্তা দিয়ে যাতায়াতকারী অন্যান্য গাড়ির লোকেরা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়।
আরও পড়ুনঃ ইউটিউবার কিশোরীর ৫ তলা থেকে মরণঝাঁপ, কারণ নিয়ে ধোঁয়াশা, চেনেন কিশোরীকে?
advertisement
ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। তড়িঘড়ি আহতদের হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। যার মধ্যে তাপসী হালদার নামে এক মহিলার মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত ৮ জনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়েই হরিপাল গ্রামীণ হাসপাতালে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।
মন্ত্রী বলেন, অযোধ্যা থেকে ফেরার পথে বাসটি উল্টে যায় সকলেই আহত হয়েছেন। হরিপাল ও চন্ডীতলা থানার পুলিশ এবং স্থানীয়দের সাহায্যে উদ্ধার হন যাত্রীরা। আহতদের চিকিৎসা চলছে। তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। বাস যাত্রী বিশ্বজিৎ মণ্ডল, মিনতি কপার, গোলাপী খানরা বলেন, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, বাসটা দুলছিল। সম্ভবত বাস চালকেরও ঘুম পেয়ে গিয়েছিল তাই হেল্পার বাস চালাচ্ছিল। প্রথমে একটি গাড়ির পিছনে ধাক্কা মারে তারপর নয়ানজুলিতে উল্টে যায়। অপর একটি টুরিস্ট বাস এসে আমাদের উদ্ধার করে।
রাহী হালদার