TRENDING:

Hooghly News: রাতারাতি তারকা তিতাস! বিশ্বকাপ জয়ী দিদিই এখন আইকন খুদে ক্রিকেট শিক্ষার্থীদের

Last Updated:

তিতাসের লড়াই অনুপ্রেরণা যোগাচ্ছে শত শত খুদে দের, সবাই চাইছে তিতাসের মতো খেলতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: তিতাস এখন অনুপ্রেরণা। তার সাফল্য দেখে খুদেরাও এখন তিতাস হতে চায়। ছোটবেলা থেকে নিজের ক্লাব চুঁচুড়া রাজেন্দ্র স্মৃতি সঙ্গে প্র্যাকটিস করেছে তিতাস সাধু। দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপ জয় করেছে, ফাইনালে অভাবনীয় স্পেল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয় তিতাস। বৃহস্পতিবার চুঁচুড়া আর এল সাধু রোডের নিজের বাড়িতে ফেরেন তিতাস। তাঁকে অভ্যার্থনা জানাতে শহরবাসীর পাশাপাশি উপস্থিত ছিল তাঁর নিজের ক্লাবের সতীর্থরা।
advertisement

এদিন তিতাস সাধুকে অভ্যর্থনা জানালেও প্র্যাকটিস বন্ধ রাখেনি রাজেন্দ্র স্মৃতি সংঘ। এদিন আরও বেশি করে মাঠে প্র্যাকটিস করতে দেখা যায় ক্লাবের খুদেদের। বড় ছোট মিলিয়ে প্রায় ১২০ জন খেলোয়ার প্র্যাকটিস করে এই ক্লাবে। সবারই এখন একটাই ইচ্ছা বড় হয়ে তিতাসের মত দেশের হয়ে খেলার। মাঠে প্র্যাকটিস করতে আসা খুদে খেলোয়াড় ঐশানী কর বলে, ‘‘তিতাস দিদি আমাদের সঙ্গেই প্র্যাকটিস করত। আজ দেশের হয়ে খেলেছে। বিশ্বকাপ জিতেছে। ভবিষ্যতে আমরাও তিতাস দিদির মত দেশের হয়ে খেলতে চাই।’’

advertisement

আরও পড়ুন -  Ranji Trophy 2022-23: বাহ বাংলা, পরপর দু'বার রনজি ট্রফির সেমিফাইনালে মনোজ তিওয়ারি অ্যান্ড কোং

তিতাসের কোচ দেব দুলাল রায় চৌধুরী বলেন, ‘‘তিতাস এখন খুদেদের আইকন। তারা এখন আরও বেশি পরিশ্রম করছে। পাশাপাশি শহরের অনেক অভিভাবক আমাকে ইতিমধ্যে ফোন করেছে তাঁদের মেয়েকে ক্লাবে প্র্যাকটিস করাবে বলে জানিয়েছে।’’

advertisement

View More

আরও পড়ুন -  মাথায় আকাশ ভেঙে পড়েছে, ফ্রি-তে লক্ষ লক্ষ কনডম দিচ্ছে সরকার

তিতাস সাধু বলেন, ‘‘এটা একদিনের জন্য হয়না। যে যা খেলাই খেলুক তাতে পরিশ্রম করলে সাফল্য আসবেই।আমি বলব খেলাটাকে খেলা হিসাবে দেখতে হবে আর এনজয় করতে হবে।’’

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

Rahi Halder

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: রাতারাতি তারকা তিতাস! বিশ্বকাপ জয়ী দিদিই এখন আইকন খুদে ক্রিকেট শিক্ষার্থীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল