এদিন তিতাস সাধুকে অভ্যর্থনা জানালেও প্র্যাকটিস বন্ধ রাখেনি রাজেন্দ্র স্মৃতি সংঘ। এদিন আরও বেশি করে মাঠে প্র্যাকটিস করতে দেখা যায় ক্লাবের খুদেদের। বড় ছোট মিলিয়ে প্রায় ১২০ জন খেলোয়ার প্র্যাকটিস করে এই ক্লাবে। সবারই এখন একটাই ইচ্ছা বড় হয়ে তিতাসের মত দেশের হয়ে খেলার। মাঠে প্র্যাকটিস করতে আসা খুদে খেলোয়াড় ঐশানী কর বলে, ‘‘তিতাস দিদি আমাদের সঙ্গেই প্র্যাকটিস করত। আজ দেশের হয়ে খেলেছে। বিশ্বকাপ জিতেছে। ভবিষ্যতে আমরাও তিতাস দিদির মত দেশের হয়ে খেলতে চাই।’’
advertisement
আরও পড়ুন - Ranji Trophy 2022-23: বাহ বাংলা, পরপর দু'বার রনজি ট্রফির সেমিফাইনালে মনোজ তিওয়ারি অ্যান্ড কোং
তিতাসের কোচ দেব দুলাল রায় চৌধুরী বলেন, ‘‘তিতাস এখন খুদেদের আইকন। তারা এখন আরও বেশি পরিশ্রম করছে। পাশাপাশি শহরের অনেক অভিভাবক আমাকে ইতিমধ্যে ফোন করেছে তাঁদের মেয়েকে ক্লাবে প্র্যাকটিস করাবে বলে জানিয়েছে।’’
আরও পড়ুন - মাথায় আকাশ ভেঙে পড়েছে, ফ্রি-তে লক্ষ লক্ষ কনডম দিচ্ছে সরকার
তিতাস সাধু বলেন, ‘‘এটা একদিনের জন্য হয়না। যে যা খেলাই খেলুক তাতে পরিশ্রম করলে সাফল্য আসবেই।আমি বলব খেলাটাকে খেলা হিসাবে দেখতে হবে আর এনজয় করতে হবে।’’
Rahi Halder