Ranji Trophy 2022-23: বাহ বাংলা, পরপর দু'বার রনজি ট্রফির সেমিফাইনালে মনোজ তিওয়ারি অ্যান্ড কোং

Last Updated:

ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে ঝাড়খণ্ডকে কার্যত উড়িয়ে দিয়ে শেষ চারে উঠলেন শাহবাজ আহমেদরা।

Bengal cricket team reaches in semi final of ranji trophy- Photo- PTI
Bengal cricket team reaches in semi final of ranji trophy- Photo- PTI
#কলকাতা: পরপর দুবার রনজি ট্রফির সেমিফাইনালে উঠল বাংলা। ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে ঝাড়খণ্ডকে কার্যত উড়িয়ে দিয়ে শেষ চারে উঠলেন শাহবাজ আহমেদরা।
বাংলার বোলার আকাশ দীপের দুরন্ত বোলিংয়ের জোরে একদিন বাকি থাকতেই সরাসরি ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল বাংলার ছেলেরা৷ মন্ত্রী ও অধিনায়ক মনোজ তিওয়ারির ছেলেরা অলরাউন্ড পারফরম্যান্স করে ফেলল । শুক্রবার সকালে দ্বিতীয় ইনিংসে ২২১ রানে অলআউট হয়ে যায় ঝাড়খণ্ড। ম্যাচ জিততে বাংলার মাত্র ৬৮ রান দরকার ছিল যা খুব সহজেই তুলে ফেলে বাংলা।
advertisement
advertisement
ইডেনের মাঠে ম্যাচ খেলতে চাননি মনোজ তিওয়ারিরা। তবে নিয়ম মেনে ঘরের মাঠেই ঝাড়খণ্ডের বিরুদ্ধে নামে বাংলা। আকাশ দীপের দুরন্ত বোলিংয়ে ঝাড়খণ্ড ব্যাটসম্যানরা জাস্ট দাঁড়াতেই পারেননি। প্রথম ইনিংসে মাত্র ১৭৩ রানে শেষ ঝাড়খণ্ড৷ বাংলা প্রথম ইনিংসে তোলে ৩২৮ রান৷  দ্বিতীয় ইনিংসে ঝাড়খণ্ড ২২১ রানে অলআউট হয়ে যায়৷  শুক্রবার সকালে ঝাড়খণ্ড বাংলার জন্য মাত্র ৬৮ রানের স্কোরই বোর্ডে দিতে পারে। মাত্র এক উইকেট খুইয়ে এই রান তুলে ফেলে বাংলা। কাজী জুনেহইট সইফকে মাত্র ৪ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেও আর কিছু করতে পারেননি ঝাড়খণ্ড বোলাররা৷
advertisement
প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ঝাড়খণ্ড। একমাত্র সুরজ কুমারের ৮৯ রানের ইনিংস ছাড়া কেউই সেভাবে রান পাননি। প্রথম ইনিংসে চার উইকেট তুলে নেন আকাশ দীপ। ভারতীয় দল থেকে ফিরে এসে তিন উইকেট তুলে নেন বাংলার আরেক সেরা পেসার মুকেশ কুমার। আকাশ  দীপ মোট ৬ উইকেট তুলে নেন৷
advertisement
শাহবাজ আহমেদ, অভিমণ্যু ইশ্বরণ এবং সুদীপ ঘরামি বাংলার জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা নেন৷ ইশ্বরণ ৭৭, সুদীপ ঘরামি ৬৮, শাহবাজ ৮১ রানের দারুণ ইনিংস খেলেন বাংলার প্রথম ইনিংসে৷
প্রথম ইনিংসে লিড নেওয়ার পর ঝাড়খণ্ডকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলা। ২২১ রানে শেষ হয় বিরাট সিংদের ইনিংস। তিন উইকেট পান আকাশ ঘটক। দু’টি করে উইকেট পান শাহবাজ ও আকাশ দীপ।
বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy 2022-23: বাহ বাংলা, পরপর দু'বার রনজি ট্রফির সেমিফাইনালে মনোজ তিওয়ারি অ্যান্ড কোং
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement