উল্লেখ্য, সারা রাজ্যের মধ্যে অন্যতম শৈবতীর্থ তারকেশ্বর ছাড়াও খানাকুলের ঘন্টেশ্বর মন্দিরেও পূর্ণার্থীদের ব্যাপক ভিড় হয়। বিশেষ করে প্রতি সোমবার হাজার হাজার মানুষ এই মন্দির চত্বরে শৈব তীর্থের মাথায় জল ঢেলে যান। মহকুমার আশেপাশের এলাকার মহিলা থেকে পুরুষ বাবা ভোলানাথের কাছে আসেন।
আরও পড়ুন ঃ খাল সংস্কারের অভাবে ডুবছে কৃষি জমি, হতাশায় দিন কাটাচ্ছে কৃষকেরা
advertisement
এই বিষয়ে এক মহিলা জানান, সোমবার ব্রত পালনের জন্য এবং শৈবতীর্থের জল ঢালার জন্য এসেছিলাম। তারকেশ্বরে প্রচুর মানুষের ভিড় হয় প্রতিবছর। তাই সেখানে যেতে না পারলে এই ঘন্টেশ্বর মন্দিরে জল ঢালতে আসি। এই মন্দির খুবই জাগ্রত এবং প্রাচীনতম। যেকোনো মানুষ এই মন্দিরে মনস্কামনা করলে তা পূরণ হয় বলে জানিয়েছেন।
অন্যদিকে মন্দিরের স্থানীয় সেবক তন্ময় বটব্যাল জানিয়েছেন সকাল থেকেই ভক্তের সমাগম হয়েছে। শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ বলে পুণ্যার্থীর সংখ্যা ভিড়। ঘন্টেশ্বর মন্দির এলাকায় জমজমাট ভাবে বিভিন্ন এলাকা থেকে ভোলানাথের কাছে জল ঢালতে আসছেন।
Suvojit Ghosh