Hooghly News: খাল সংস্কারের অভাবে ডুবছে কৃষি জমি, হতাশায় দিন কাটাচ্ছে কৃষকেরা  

Last Updated:

হুগলী গোঘাট-১ ও গোঘাট-২ ব্লকে মৌজার পর মৌজা চাষের জমি জলের তলায়। এই জলমগ্ন, বেহাল দশার জন্য নিকাশি খাল সংস্কার না হওয়াকেই দুষছেন চাষিরা।

+
title=

গোঘাট: ১০০ দিনের কাজ থমকে থাকা নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন। আর এদিকে এই যাতাকলের মধ্যে পড়ে জলে হাবুডুবু খাচ্ছে বিস্তীর্ণ চাষের জমি। বর্ষার মরশুম শুরু হতে না হতেই হুগলী গোঘাট-১ ও গোঘাট-২ ব্লকে মৌজার পর মৌজা চাষের জমি জলের তলায়। আমন ধানের ক্ষেতের উপর দিয়ে বইছে বন্যার জল। মাথায় হাত পড়েছে চাষিদের। চরম দুশ্চিন্তায় রাত কাটছে গোঘাটের ধান চাষিদের। এই জলমগ্ন, বেহাল দশার জন্য নিকাশি খাল সংস্কার না হওয়াকেই দুষছেন চাষিরা। আর এই টানাপোড়েন, দায় ঠেলাঠেলির মধ্যেই চরম দুর্ভোগে, হতাশায় দিন কাটছে চাষিদের।
উল্লেখ্য,গোঘাট-১ ব্লকের শুনিয়া, নলডুবি, নকুণ্ডা, শ্যাওড়া, কোটা, বালি, শ্যামবল্লভপুর-সহ বিভিন্ন মৌজায় আমন ধানের ক্ষেতে জল ঢুকে গিয়েছে। গোঘাট-২ ব্লকেও সাতবেড়িয়া, শ্রীপুর, মান্দারণ, লালুকা-সহ ৬ -৮টি মৌজার একই অবস্থা। সব ধানক্ষেতগুলি জলের তলায়। কোথাও হাঁটু সমান জল, তো কোথাও আবার কোমর সমান। এমন অবস্থায় আমন ধানের চাষ কীভাবে হবে, তা নিয়ে চিন্তার শেষ নেই কৃষকদের। কার্যত মাথায় হাত পড়েছে তাঁদের।
advertisement
advertisement
এই বিষয়ে কৃষকরা জানান, বাঁকুড়ার দিক থেকে বৃষ্টির জল বিভিন্ন খাল-বিল দিয়ে হুগলির দিকে ঢুকছে। তাঁদের বক্তব্য, আগে এইসব এলাকায় খাল-বিলগুলি সংস্কার করা হত। কিন্তু এবার তা হয়নি। অনেক খাল-বিলে তো কচুরিপানাও জমে গিয়েছে। এমন অবস্থায় ধান জমিতে জল ঢুকে পড়ায় বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন গোঘাটের বিস্তীর্ণ এলাকার আমন ধানের চাষিরা।
advertisement
বিষয়টি নিয়ে শাসকদলের কর্মী শেখ মইদুল ইসলাম স্বীকার করে নিচ্ছেন, খাল-বিলগুলি সংস্কার না হওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু একইসঙ্গে কেন্দ্রের দিকেও আঙুল তুলছেন তিনি। বলছেন, ‘আগে ১০০ দিনের কাজে খাল-বিল সংস্কার হত।
কিন্তু এখন কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। অন্যদিকে বিরোধীদল বিজেপির মণ্ডল বক্তব্য ১০০ দিনের কাজে রাজ্য ঠিকঠাক হিসেব না দেওয়াতেই টাকা আটকে রয়েছে। তবে এই জল জমার কারণে যে চাষিরা ব্যাপক ক্ষতির মুখোমুখি হচ্ছেন, সে কথা স্বীকার করে নিয়েছে দুই পক্ষই।
advertisement
Suvojit Ghosh
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: খাল সংস্কারের অভাবে ডুবছে কৃষি জমি, হতাশায় দিন কাটাচ্ছে কৃষকেরা  
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement