যাঁর বাড়িতে চুরি হয়েছে, সেই মহিলা বলেন, "বাড়িতে সেই সময় আমি কাজ করছিলাম। ঠিক তখন ওই দুই মহিলা বাড়ির গেট ঠেলাঠেলি করে।" দু'জন বারবার সাহায্য চান। এর পরেই সেই মহিলা জানান, তাঁর মেয়ে মোবাইল খুঁজে পাচ্ছেন না। শেষমেশ ওই দুই মহিলাকে তাড়া করেন বাড়ির সদস্যরা। তার পরেই ধরা পড়ে তারা।
advertisement
আরও পড়ুন: আজ থেকে শুরু বইমেলা, কোথায় আসর, কতদিন চলবে, রইল সব খুঁটিনাটি
আরও পড়ুন: ৪০ টিরও বেশি গাড়ি, ওড়িশায় পুলিশের গুলিতে প্রয়াত মন্ত্রী নবকিশোর ছিলেন মন্ত্রিসভায় ধনীতম
অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা বলেন, "কিছুটা দূর থেকে আওয়াজ আসে। বাড়ি থেকে বেরিয়ে দেখি দুই মহিলা মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছিল।তাদের পাকড়াও করা হয়।"
দীর্ঘ ক্ষণ দুই মহিলাকে আটক করে রাখে এলাকার বাসিন্দা। খবর দেওয়া হয় আরামবাগ থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ধৃত দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ।
শুভজিৎ ঘোষ