TRENDING:

Hooghly News: মদের ঠেকে গিয়ে বচসায় জড়িয়ে পড়েছিলেন, মর্মান্তিক মৃত্যু প্রৌঢ়ের

Last Updated:

মদের ঠেকে গিয়ে কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে ছিলেন। তারা আবার দাগি দুষ্কৃতি। সেই বচসার পরিণাম জীবন দিয়ে চোকাতে হল বৃদ্ধ মহেন্দ্র তাঁতিকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: মদের ঠেকে বচসার জেরে মারধর, আর তাতেই মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম মহেন্দ্র তাঁতি। বাড়ি শ্রীরামপুরের ২১ নম্বর ওয়ার্ডের বিধান পার্ক বৈষ্ণব পাড়ায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার শ্রীরামপুরের কাটাপোল এলাকর এক মদের ঠেকে গিয়েছিলেন বৃদ্ধ মহেন্দ্র তাঁতি। সেখানেই তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অপূর্ব বাগ ওরফে ভাদু। ওই বৃদ্ধের পরিবারের অভিযোগ, কথা কাটাকাটির জেরে মহেন্দ্র তাঁতিকে ভাদু ও তার সঙ্গী সাথীরা বেধড়ক মারধর করে। পরেরদিন সকালে কোনরকমে বাড়ি ফিরে আসেন মহেন্দ্রবাবু। তিনি ছেলে অরুণকে জানান ভাদু তাঁকে মারধর করেছে। মুখ মাথায় আঘাত নিয়ে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই চিকিৎসা চলছিল। উল্লেখ, ওয়েলিংটন জুট মিলের কর্মী ছিলেন মৃত মহেন্দ্র তাঁতি। তাঁর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে ভাদু সহ কয়েকজনের নামে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

advertisement

আরও পড়ুন: কলেজ স্পোর্টসে আবার ফিরছে পুরনো উন্মাদনা, করোনার জন্য মাঝে দু'বছর বন্ধ ছিল! দেখুন ভিডিও

এদিকে পুলিস সুত্রে খবর, অভিযুক্ত ভাদুকে রবিবার রাতেই ডাকাতির ছক করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সোমবার মহেন্দ্র তাঁতির খুনের অভিযোগ দায়ের হওয়ার পর তার বিরুদ্ধে নতুন ধারা দেওয়া হয়েছে। এছাড়াও বিশাল সিং ও শেখ সঞ্জু নামে আরও দু'জনকে এই খুনের ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। ওই ভাদুর বিরুদ্ধে এর আগেও এক যুবককে গুলি করা, বোমাবাজির মতো একাধিক অভিযোগ রয়েছে। ধৃতদের সোমবার শ্রীরামপুর আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। শ্রীরামপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু গাঙ্গুলি এই প্রসঙ্গে বলেন, মহেন্দ্রবাবু একজন নিরীহ ব্যক্তি ছিলেন। কেন তাঁকে খুন করা হল তা পুলিশ তদন্ত করে বের করুক। তিনি অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানান।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: মদের ঠেকে গিয়ে বচসায় জড়িয়ে পড়েছিলেন, মর্মান্তিক মৃত্যু প্রৌঢ়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল